আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষণের বিরুদ্ধে গণআন্দোলন, কিছু কথা

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই ছবিঃ ফেসবুক গ্রুপ থেকে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য গৃহবধূ হত্যা এইসব খবর দেখতে দেখতে অসুস্থ হয়ে পরছি। পুরুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণা হয়, ঐসব পুরুষ নামধারি নরপশুদের নিজহাতে মেরে ফেলতে ইচ্ছা হয়। মনেহয় ওদের ধরে ধরে ২৬ টুকরা করে ফেলি। কিন্তু এগুলো সব আবেগের কথা, আর আবেগ দিয়ে বাস্তবতা চলে না।

আমরা বাংলাদেশী বা বাঙালীরা হুজুগে জাতি। আজকে ধর্ষণ নিয়ে পেপারে খবর পরছি, টিভিতে সংবাদ দেখছি, ব্লগে অনেকের কিবোর্ড ফাটানো-আগুনঝরা লেখা পড়ছি, আর নিজে জ্বালাময়ী কমেন্ট আর পোস্ট প্রসব করছি। সামু সহ অন্যান্য কিছু ব্লগে ধর্ষণ বিরোধী পোস্ট স্টিকি করা হয়েছে। কিন্তু কতদিনের জন্য ? একসময় এই স্টিকি পোস্টের জায়গা দখল করে নিবে অন্য কোন পোস্ট, নির্বাচিত পাতায়ও ধর্ষণ বিরোধী লেখা খুঁজে পাওয়া যাবে না। এটাই বাস্তবতা।

তাহলে কি আমাদের মা-বোন-বউ সবাই ধর্ষিত হতেই থাকবে ? আর আমরা কি-বোর্ড ফাটিয়েই আমাদের দায়িত্ব-কর্তব্য শেষ করব ? সময় এসেছে আমাদের রাজপথে নামার। ধর্ষণ করছে কোন না কোন পুরুষ, আর এর প্রতিবাদে রাজপথে নামতে হবে পুরুষদেরই। কিন্তু আমি একা রাজপথে নেমে কি করবো ? দায়িত্ব এড়ানোর জন্য অনেকের প্রশ্ন। প্রশ্নটা আমারও, কিন্তু দায়িত্ব এড়ানোর জন্য নয়। ছোটবেলায় “একতাই বল” গল্পটা সবাই পড়েছেন আশা করি।

আমাদের একতাবদ্ধ হতে হবে। দেশের বিভিন্ন স্থানে অসংগঠিত ভাবে অনেকে প্রতিবাদ করছেন, মানববন্ধন হচ্ছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে প্রতিবাদের চেয়ে একটা সংগঠনের অধীনে এসে প্রতিবাদ করা উচিত। ধর্ষণ বিরোধী একটা সংগঠন ঘোষণা করা হোক, যারা ধর্ষণের বিরুদ্ধে যতদিন “৯০ দিনের মধ্যে ফাঁসি”র আইন প্রণয়ন না হবে ততদিন প্রতিবাদ করে যাবে। সমাজ সচেতনতার কোন বিকল্প নেই, শুধুমাত্র আইন প্রণয়ন করে হবেনা।

যেই দেশের আইনে ধর্ষকদের ফাঁসির কথা লেখা আছে সেখানেও ধর্ষণ হয়, হয়ত তা সংবাদে আসে না। সুতরাং, নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে। অশ্লীলতা, পর্ণমুভির সহজলভ্যতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। গুলিস্তানের ফুটপাতে পর্ণ সিডির পাইকারি মার্কেট, মহল্লার সিডির দোকানের পর্ণ সিডি বিক্রি বা ভাড়া, সিনেমাহলে “এক টিকিটে দুই ছবি” দেখানো সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করতে হবে। আইন করে ইন্টারনেটের ফ্রি পর্ণ সাইটগুলো বন্ধ অথবা পেইড করার ব্যাবস্থা করতে হবে।

কিন্তু সর্বোপরি এই দাবীগুলো সরকারের সামনে তুলে ধরতে হলেও একটা সংগঠন অতি জরুরী। আগামি ১১/০১/১৩ তারিখে আলোর মিছিল হবার কথা আছে। আশা করি সেদিন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আমরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ষণের প্রতিবাদ করছি, যারা ফেসবুকে বিভিন্ন প্রতিবাদী গ্রুপের এডমিন আছেন তাদেরকে বলছি, আসুন আমরা একত্রিত হই, আমাদের প্রতিবাদ টাও তাহলে জোড়ালো হয়ে উঠবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.