আমাদের কথা খুঁজে নিন

   

কাজী জাফরের কাছে এরশাদের ‘পদত্যাগের খবর’

আলাদা জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেয়ার পর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে শনিবার নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্রায় তিন দশক এরশাদের দলের থাকা এই নেতা।
নির্বাচনে অংশ নেয়া নিয়ে বিরোধে সম্প্রতি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হন কাজী জাফর। তিনি সর্বশেষ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
এক সময় এরশাদের দলের মহাসচিবের দায়িত্বও সামলেছিলেন কাজী জাফর। ১৯৮৫ সালে সামরিক শাসক এরশাদের দলে যোগ দিয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন এই শ্রমিক নেতা।

  
সংবাদ সম্মেলনে কাজী জাফর বলেন, “বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, এরশাদ পদত্যাগ করেছে এবং এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব রওশন এরশাদকে দেয়া হয়েছে। ”
বিএনপিসহ সব দলকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা এরশাদের থাকলেও পরে তিনি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলে তার বিরোধিতা করেন কাজী জাফর।
কাজী জাফরকে বহিষ্কারের পর এরশাদ আবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের কাছ থেকে পদত্যাগপত্রও নেন তিনি।   
“আমরা যতটুকু শুনেছি যে জিয়াউদ্দিন বাবলু, রওশন এরশাদ মন্ত্রিসভা থেকে বের হতে চান না।

এর অর্থ হচ্ছে এরশাদ অবসর নেবেন, নতুবা অসুস্থ হবেন,” বলেন এরশাদের দীর্ঘকালের সঙ্গী কাজী জাফর।
এদিকে কাজী জাফরের সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরে এরশাদের বারিধারার বাড়িতে ঢোকার মুখে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এরশাদের পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভুল।
“এরশাদ সাহেবই জাতীয় পার্টির নেতা। তিনিই থাকবেন। ”
বহিষ্কারের পর কাজী জাফর পাল্টা দলের চেয়ারপারসন এরশাদকে অপসারণ করে নিজেই চেয়ারম্যান হয়ে দল গঠন করেছেন।

এর মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে এর আগে বহিষ্কৃত গোলাম মুসীহকে।
সংবাদ সম্মেলনের ব্যানারে দলের নাম জাতীয় পার্টি, চেয়ারম্যানের নাম কাজী জাফর, মহাসচিবের নাম গোলাম মুসীহ লেখা ছিল।
সংবাদ সম্মেলনে কাজী জাফর জানান, তারা সঙ্গে জাতীয় পার্টির ২০ থেকে ২৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য রয়েছেন।
এরশাদের সঙ্গে সম্পর্কোচ্ছেদের পর কাজী জাফর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে নির্দলীয় সরকারের আন্দোলনে সমর্থন দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.