আমাদের কথা খুঁজে নিন

   

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি

মৃত্যু মাত্রই দুঃখ-শোকের। অস্বাভাবিক মৃত্যু তো আরও অকাম্য বিষয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, অস্বাভাবিক মৃত্যু এখন দেশবাসীর নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক সংঘাতের শিকার হয়ে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই রক্ত ঝরছে। ঝরে পড়ছে মানুষের জীবন। সরকার ও বিরোধী দলের সংঘাতে দুই দলের নেতা-কর্মী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, সাধারণ মানুষের জীবনও বিপন্ন হচ্ছে। যানবাহন জ্বালিয়ে দেওয়া, ককটেল ও পেট্রল বোমার আঘাতেও ঘটছে একের পর এক জীবনহানি। সাতপাঁচে জড়িত না থাকলেও প্রতিহিংসার শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে সব পেশার মানুষকে। রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সে কল্যাণের উদ্দেশ্যটি রাজনীতি থেকে অপসৃত হওয়ায় যেভাবেই হোক ক্ষমতায় থাকা এবং যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া, রাজনীতিকদের একাংশের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যবোধহীন জাতীয় রাজনীতিতে নিয়ামক শক্তিতে পরিণত হয়েছে তারা। ফলে রাজনৈতিক সংঘাতে একের পর এক মানুষের প্রাণহানি হলেও তাতে বাদ সাধাকে কেউই কর্তব্য বলে মনে করছে না। প্রতিদিন যে মানুষটি ঘরের বাইরে বের হচ্ছে দৈনন্দিন কাজে, তার ঘরে ফেরার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। স্বাভাবিক মৃত্যু মানুষের একটি অধিকার। এ অধিকার সৃষ্টিকর্তা প্রদত্ত। তেমন মানুষের তৈরি আইনেও তা স্বীকৃত। দুনিয়ার কোনো দেশে অপঘাতে মৃত্যুকে মেনে নেওয়া হয় না। আমাদের সংবিধানে রাজনীতিকদের রাজনীতি করার অধিকার দেওয়া হলেও কারোর প্রাণ কেড়ে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। কিন্তু এ দেশের রাজনীতির কুশীলবরা নিজেদের স্বার্থের জন্য মানুষের জীবন কেড়ে নিতেও কার্পণ্য করেন না। ভিন্ন মতের নেতা-কর্মীদের হত্যা করাকে কেউ কেউ মহা কৃতিত্বের কাজ বলেও ভেবে থাকেন। রাজনৈতিক কর্মসূচি পালনের নামে যানবাহনে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারার জিঘাংসাও কারও কারও মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব ড্রাকুলাসুলভ রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য মানুষের জীবনের নিরাপত্তা লোপ পাচ্ছে। সময় থাকতে এ অপরাজনীতির অবসান ঘটাতে হবে। আরও সর্বনাশ না চাইলে ওদের

বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.