আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু নিয়ে তú

রাজধানীর শেওড়াপাড়ায় পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মী রিতা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে পূর্ব শেওড়াপাড়ার ৯১১ এনএসবি ভবনের সামনে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে। রিতার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দাবির মুখে গৃহকর্ত্রী সানিয়া আক্তার মুন্নীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, গৃহকর্তা ওই পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুবুদ্দীন। এক বছর ধরে তিনি সুদানে জাতিসংঘ মিশনে রয়েছেন। চার মাস ধরে রিতা ওই কর্মকর্তার বাসায় গৃহপরিচারিকার কাজ করছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহত রিতার শরীর থেকে কোনো রক্ত ঝরেনি। আট তলার ওপর থেকে কোনো ব্যক্তি লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করলে তার শরীর থেকে রক্ত ঝরার কথা। তাদের ধারণা, আগেই রিতাকে হত্যা করা হয়েছে। ওপর থেকে ফেলে দিয়ে এখন আত্দহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখার আহমেদ জানান, স্থানীয়রা পুলিশকে লাশ নিয়ে আসতে দিচ্ছিল না। এক পর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সব কিছু স্পষ্ট হবে। আটক মুনি্ন দাবি করছেন, রিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি নিজেই বাথরুমের জানালা দিয়ে লাফিয়ে আত্দহত্যা করেছেন।

উত্তরায় গৃহকর্মীর আত্দহত্যা : উত্তরার ১৩ নম্বর সেক্টরে রোজিনা আক্তার (১৮) নামে এক গৃহকর্মী গলায় ফাঁস নিয়ে আত্দহত্যা করেছেন। গতকাল সকাল পৌনে ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, সকালে ১৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির ২-এ নম্বর ফ্ল্যাট থেকে সিলিংফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার আত্দহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। রোজিনার বাবার নাম আবুল বাশার। গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় গ্রামে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.