যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দেশটির পূর্বাঞ্চলে সর্বশেষ মৃতের সংখ্যা ১৬ জনের খবর পাওয়া গেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাপক তুষারপাতে বেশ কিছু জায়গায় ২ মিটার পুরু তুষার জমেছে। দেশজুড়ে ১৯ হাজার ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এর আগে, নিউইয়র্ক, নিউ জার্সিসহ বেশ কিছু এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে নিউইয়র্ক গভর্নর এ্যান্ড্রু কুমো। আল-জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।