রাজধানীতে আবারও বাসের প্রতিযোগিতায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরুল বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাইদুর রহমান (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নর্দার্ন ইউনিভার্সিটিরি ছাত্র হাবিবুর রহমানসহ (২২) আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর ও বাসাবো থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে মঞ্চাভিনেতা নাসির উদ্দিন আহমেদ নাদিম (৩৫) এবং নির্মাণশ্রমিক আবদুল গনির (২০) পরিচয় পাওয়া গেলেও অন্যজনেরপরিচয় পাওয়া যায়নি। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সদরঘাট থেকে সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-১৯২৬) টঙ্গী যাচ্ছিল। বাসটি রামপুরা ব্রিজ পার হয়ে অন্য একটি সুপ্রভাত বাসকে অতিক্রম করার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। ক্ষিপ্রগতির বাসটি মেরুল বাড্ডা পেঁৗছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়। এ ছাড়া অন্য দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যান। নিহত সাইদুরের বাড়ি খুলনায়। অন্যদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডের সি ব্লকের ১২/৫ নম্বর বাসার নিচ তলা থেকে দরজা ভেঙে মঞ্চাভিনেতা নাদিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বড় ভাই মহিউদ্দিন জানান, নাদিম বন্ধুদের নিয়ে প্রায়ই বাসায় আড্ডা দিত। এ নিয়ে তাকে বেশ কয়েকবার বারণ করা হয়। বিকালে ডাকাডাকি করা হলে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। একই এলাকার চাঁদ উদ্যানের ৬ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির নিচ তলা থেকে আবদুল গনি নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা আবদুল হাকিম জানান, গনি মানসিক ভারসাম্যহীন ছিল। হতাশা থেকেই হয়তো গলায় ফাঁস নিয়ে আত্দহত্যা করেছে। এ ছাড়া উত্তর বাসাবোর ১২০ নম্বর বিশ্বাস টেইলার্সের সামনে থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করেন সবুজবাগ থানার এসআই আলী আজম খান। নিহতের পরনে ছিল সাদা শার্ট, কালো গেঞ্জি, কালো রঙের জ্যাকেট ও চেক লুঙ্গি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।