আবারও তুষার ঝড়ের আঘাতে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। অপরদিকে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় বিনিদ্র রাত পার করছে। বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন গর্ভবতী নারীসহ ঝড়ের কারণে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে ও গতকাল পর্যন্ত এক হাজার বিমানযাত্রা বাতিল করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের শীতাক্রান্ত পূর্বাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড়ের দ্বিতীয় আঘাত। চলতি মাসের প্রথম দিকে রাজধানী ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, বোস্টন, শিকাগো, নিউইয়র্ক ও সেন্ট লুইসে স্বাভাবিকের তুলনায় তিনগুণ তুষারপাত হয়। তুষার ঝড়ের কবলে পড়ে ওয়াশিংটন ডিসি অঞ্চল ১৫ ইঞ্চি ও নিউইয়র্ক শহর ৮ ইঞ্চি তুষারের নিচে চাপা পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত আরও ১২ ইঞ্চির মতো তুষার জমা হয় বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। অপরদিকে কনেটিকাট ও ম্যাসাচুসেটসসেও প্রবল তুষারপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।