আমাদের কথা খুঁজে নিন

   

প্রীতি দাশের মৃত্যু

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে আনন্দ পায় এমন দুরাচারের সংখ্যা খুব একটা কম নয়। মাঝেমধ্যে এ ধরনের দুষ্কর্মে যাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটে। তবে গত শনিবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনে বখাটেদের ঢিল ছোড়ার ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক তরুণী। প্রীতি দাশ নামের ওই তরুণী প্রকৌশলী স্বামীর সঙ্গে ট্রেনে করে ঢাকা যাওয়ার পথে ভাটিয়ারি ভাঙা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় বখাটেরা চলন্ত ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়ে। একটি ঢিল সরাসরি প্রীতির মাথায় লাগলে তিনি সংজ্ঞা হারান। পরে সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামিয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রীতি দাশের বিয়ে হয়েছিল ১৬ মাস আগে। থাকতেন চট্টগ্রামের আগ্রাবাদের গেজেটেড অফিসার্স কলোনির শ্বশুরবাড়িতে। স্বামী থাকতেন ঢাকায় তার কর্মস্থলে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে পড়াশোনা করছিলেন। ঈদের ছুটি উপলক্ষে ঢাকায় অর্থাৎ স্বামীর কর্মস্থলে ফেরার সময় তাকে দুর্ঘটনায় পড়তে হলো। প্রীতি দাশের মৃত্যু দেশের লাখ লাখ মানুষকে শোকাহত করেছে। বখাটের ঢিল ছোড়ার শখ তাকে কেড়ে নিল প্রিয়তম স্বামী, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ স্বজনদের কাছ থেকে। প্রশ্ন হলো, এ হত্যার দায় কার? এ নিয়ে রেলওয়ে থানায় মামলা হলেও ঢিল ছোড়ার দায়ে অপরাধীকে বিচারের সম্মুখীন তো দূরের কথা, গ্রেফতার করা সম্ভব হবে সে আশা খুবই কম। আমাদের মতে, মূল্যবোধের সংকট এ হত্যাকাণ্ডের জন্য প্রধানত দায়ী। আমাদের দেশে সদাচরণের শিক্ষা পারিবারিক পর্যায় থেকে শিশুরা যেমন পায় না, তেমনি পায় না শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও। দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যে শিক্ষার প্রয়োজন সে শিক্ষার অভাব থাকায় ট্রেন দেখলে ঢিল ছোড়া কারও কারও শখে পরিণত হয়েছে। নির্জন স্থানে বাস বা অন্যান্য যানবাহনেও ঢিল ছোড়া হয় শখের বশে। অপর মানুষের অধিকার সম্পর্কে সচেতনতাবোধের অভাব এসব দুষ্কর্ম জিইয়ে রাখছে। অভিভাবক কিংবা এলাকাবাসীও কিশোর ও তরুণদের বখাটেপনাকে দেখেন নমনীয়ভাবে। প্রীতি দাশের অকাল মৃত্যু মূল্যবোধের সংকট সম্পর্কে আমাদের সচেতন হওয়ার তাগিদ সৃষ্টি করেছে। আমরা যদি আমাদের সন্তানদের সদাচরণ সম্পর্কে শিক্ষা দিতে পারি, তবে ট্রেনে ঢিল ছোড়াই শুধু বন্ধ হবে না, অনেক বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। রোধ হবে জীবনের অপচয়। প্রীতি দাশের অকাল মৃত্যুতে আমরা আমাদের শোক জানাই। তার স্বজনদের প্রতি সহানুভূতি। সর্বশক্তিমান তাদের এ ব্যথা সইবার শক্তি দিন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.