আমাদের কথা খুঁজে নিন

   

তুষার ঝড়ে ব্যাহত মার্কিন জনজীবন

তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ ভাগের একটা বড় অংশ। আর এ ভয়াবহ ঝড়ে ইতিমধ্যেই ৪ জন নিহত হয়েছে। টেক্সাস, ডালাস, লুইজিয়ানার মতো শহরে জনজীবন প্রায় স্তব্ধ। সবচেয়ে খারাপ অবস্থা ডালাস, আরকানস ও পশ্চিম কেন্টাকির। ঝড়ে দাপটে বিশ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কমবে। সেই সঙ্গে রয়েছে সতর্ক বার্তাও। আরো একটি ঝড় আসতে পারে। আর তাতে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। ওই দুই শহরেই আজ রবিবার মরসুমের প্রথম তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঝড় আর তুষারপাতের জেরে গোটা দেশেই বিমান চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় দুই হাজার ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সড়ক আর রেল যোগাযোগ একইভাবে বিঘ্নিত হচ্ছে। রাস্তায় রাস্তায় পুরু বরফ জমে থাকায় ঘটছে নানা দুর্ঘটনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।