আমাদের কথা খুঁজে নিন

   

খুলে যাচ্ছে আখাউড়ার সীমান্ত বাণিজ্য

ফের খুলতে যাচ্ছে আখাউড়ার সীমান্ত বাণিজ্য। সীমান্ত ব্যবসায়ীদের সঙ্গে ত্রিপুরার শিল্পমন্ত্রীর বৈঠকের পর ১১ ডিসেম্বর থেকে সীমান্ত খোলার সিদ্ধান্ত হয়।

আগামী ৩১ জানুয়ারি অবধি সীমান্ত খোলা থাকবে। এরপর আবার খতিয়ে দেখা হবে ব্যবসায়ীদের দাবি এবং তাদের সমস্যা। তখন পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৮ নভেম্বর আখাউরার সীমান্ত বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। উদ্বোধন হওয়া আখাউরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের পরিসেবা স্বাভাবিক না হওয়াতে সীমান্ত ব্যবসায়ীরাই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

১৭ নভেম্বর উদ্বোধন হয় আখাউরার ইন্টিগ্রেটেড চেকপোস্ট। উদ্বোধনের পরেও স্বাভাবিক হয়নি আখ‍াউরার ইন্টিগ্রেটেড চেকপোস্ট। প্রতিদিন এ চেকপোস্টে নিত্যনতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।

ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশের শিল্পবাণিজ্য। ক্ষতির মুখ পড়েন দু পারের ব্যবসায়ীরা।

আনুষ্ঠানিক উদ্বোধনের ১০ দিন পরেও অবস্থা স্বাভাবিক না হওয়ায় ২৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সীমান্ত ব্যবসায়ীরা।

জানা যায়, আগের তুলনায় পণ্য মাসুল বেড়েছে। নতুন যে রেট চার্ট তাদের দেওয়া হয়েছে তাতে পণ্য আনতে এবং পাঠাতে অনেক বেশি খরচ হবে।

অন্য সাধারণ স্থল শুল্ক বন্দরগুলোর তুলনায় আখাউরার পার্থক্য অনেক। আখাউরা আইসিপি দিয়ে বাণিজ্য করতে গেলে ব্যবসায়ীদের এখন অনেক বেশি টাকা মাসুল দিতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।