আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সকল পোষ্ট অফিসের পোষ্ট কোড (POSTAL CODE/ZIP CODE) জেনে নিন আপনার গ্রাম, উপজেলা, জেলার সবগুলো।

আসসালামুআলাইকোম।
আমরা সকলেই জানি বর্তমানে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি আদান-প্রদান খুব কম, হাতে গুনা দুই-একটি চিঠি পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি আদান-প্রদান হয়ে থাকে। আধুনিকতার ছুঁয়ায় আমরা এখন SMS (Short Mail Service), MMS (Multimedia Mail Service), Email (Electronic Mail Service) ব্যবহার করি, যার মধ্যে  Email (Electronic Mail Service) টিই বেশি জনপ্রিয়, আধুনিক, সহজ, দ্রুত গতি এবং এটিই আমরা সকলেই ব্যবহার করি।
এবার কথা হলো “এই আধুনিক ডিজিটাল যুগে এনালগ পোষ্ট অফিসের পোষ্ট কোড কি কাজেই বা আসবে?”
হ্যা অনেক কাজে লাগতে পারে। যেমন: বিভিন্ন লার্নিং এন্ড আর্নিং ওয়েব সাইট-এ অ্যাকাউন্ট তৈরীর ক্ষেত্রে Postal Code/Zip Code । এছাড়াও গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করার সময় Postal Code/Zip Code  প্রয়োজন হয়, এক কথায় প্রায় সকল প্রকার উচ্চ মানের ওয়েবসাইটে কাজ করার সময় এই Postal Code/Zip Code এর প্রয়োজন হয়।
যদি কোন ওয়েবসাইটে Postal Code না চেয়ে Zip Code চায় তাহলেও আপনার পোষ্ট অফিসের পোষ্ট কোড দিলেই চলবে।
[ডেলিভারি পোস্ট অফিস সাজানোর দক্ষতার ডাক প্রবন্ধ বিলি পোস্ট কোড নিয়োগ করা হয়. পোস্ট কোড পোস্টাল সিস্টেম এবং জনসংখ্যার ভৌগলিক বন্টন ভিত্তিতে নিয়োগ করা হয়. পোস্ট কোড উদ্দেশ্য নিকটতম সময়ে নিবন্ধ প্রদান করা হয়]
  এক নজরে পোস্ট কোড তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন (PDF)
Sub Office List of Dhaka Division Sub Office List of Chittagong Division Sub Office List of Khulna Division Sub Office List of Sylhet Division Sub Office List of Barisal Division Sub Office List of Rajshahi Division Sub Office List of Rangpur Division
আপনাদের জন্য আমার আরো একটি পোষ্ট, নিচের পোষ্টটি পড়ার জন্য অনুরোধ রইলো
এবার একটি সফ্টওয়্যার দিয়েই হবে ইন্টারনেট জগতের সকল কাজ! সাথে টেকটিউনসকে ধন্যবাদ [Updated]

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.