আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ইউএসবির প্লাগইন দু’ভাবেই

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৪ সালের মাঝামাঝি সময়ে কেবলটির স্পেসিফিকেশন তৈরি হয়ে যাবে এবং ২০১৬ সালে প্রথমবারের মতো ইউএসবি কেবলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
ডেটা ট্রান্সফার নিশ্চিত করতে এতোদিন শুধু ইউএসবি কেবল একটি নির্দিষ্ট ভাবেই যন্ত্রের সঙ্গে সংযুক্ত করতে হত। এর অন্যথা হলে কেবল পোর্টে প্লাগইন করা যেতো না। নতুন এ কেবলের দুটি প্রান্তের যে কোনোটিই প্লাগ-ইন করা যাবে।
নতুন ইউএসবি কেবলটির ডেটা ট্রান্সফার গতি হবে ১০ গিগাবাইটেরও বেশি। এ ছাড়াও কেবলটির মাধ্যমে ১০০ ওয়াটেরও বেশি স্কেলেবল পাওয়ার চার্জিং করা যাবে।
কেবলটির মান ঠিক রাখার লক্ষ্যে ইনটেল, এইচপি, রেনেসাস ইলেকট্রনিক্স, এসটি-এরিকসন এবং টেক্সাস ইন্সট্রুমেন্টেসের প্রতিনিধিরা একত্রে প্রমোটার গ্রুপ গঠন করেছেন।
টেক জায়ান্ট অ্যাপলের লাইটনিং কেবলও ঠিক একই সুবিধা দিয়ে আসছে। তবে প্রমোটার গ্রুপের প্রেসিডেন্ট জেফ র্যাভেনক্রাফট জানিয়েছেন, তাদের নির্মিত কেবলটির সঙ্গে অ্যাপলের কেবলের কোনো সম্পৃক্ততা থাকবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.