আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে সাদী যে এত ঝামেলার তা জানা ছিল না!

বন্ধুত্বের আহবান...

জীবনে কোনদিন প্রেম-ভালবাসা নামক ন্যাকামি করতে পারলাম না। আশা ছিল বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হব। সেমতে কয়েকটি মেয়েও দেখা হয়ে গেল। যতটা না আমার অপছন্দের কারনে তার চেয়ে বেশি তাদের অদুরদশিতার জন্য প্রস্তাব গুলো সব বাতিল হয় যায়। তবে এই কয়েকিদনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে একটা ভাল ছেলে পাওয়া যেমন কষ্টকর তেমনই কষ্টকর একটা ভাল মেয়ে পাওয়া।

তবে সবচেয়ে দুখ পেলাম এবারকার ঘটনায়-এবার যে মেয়েটাকে দেখলাম প্রায় সবদিক দিয়ে আমার এবং আমার পরিবারের উপযুক্ত। মজার ব্যাপার হল আমাকে প্রথমবার যখন মেয়েটিকে এ পলকের জন্য দেখানো হল তখনই আমাকে একরকম জোড় করা হচ্ছিল হ্যা বলার জন্য। কিন্তু আমি যেহেতু তাকে ভালভাবে দেখিনি তাই বলি যে ভালমত না দেখে বা মেয়ের সাথে কথা না বলে কিছু বলব না। (তবে এক পলকে জন্য হলেও আমি কিছুটা পজেটিভ ছিলাম তার অন্যান্য গুন গুলোর কথা ভেবে)। যাইহোক দ্বিতীয়বার দেখাপর আমি হ্যা বললাম (যেহেতু আমি প্রথমেই পজেটিভ ছিলাম এবং তাকে অপছন্দ করার কোন কারন খুঁজে পাইনি।

) কিন্তু এখন আমার পরিবার হঠাৎ করে সব নেতিবাচক কথা বলা শুরু করছে আর এসবের নেপথ্য আছে আমার মেজ মামা যাকে প্রথমবার যখন মেয়েটি সম্পর্ক বলা হয়েছিল তখন তিনি চুপ ছিলেন এবং বলেছিলেন এসম্পর্কে তিনি কিছু বলবেন না। কিন্তু সেই তিনিই এখন যখন আমি ও আমার পরিবার বিয়ের আয়োজন করতে প্রস্তুত তখন যেচে পড়ে মেয়ের এমন একটা খুত ধরলেন যা যাচাই করতে মেয়েকে ততৃীয় বার দেখা প্রয়োজন আর ততৃীয়বার দেখতে চাওয়া মানে মেয়ের পরিবার সরাসরি অপমান করার সামিল। জানি না শেষপর্যন্ত এই প্রস্তাবের কি হবে। উল্লেখ্য আমার মেজ মামার একটি বিবাহ উপযুক্ত মেয়ে আছে যাকে আমরা বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মেয়ের অপছন্দের কারনে তারা শেষ পর্যন্ত রাজি হননি।

আমার মনে হয় না কারো জীবনে এরূপ কোন ঘটনা ঘটেছে কিনা। ঘটে থাকলে যদি একটু এখানে শেয়ার করতেন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.