আমাদের কথা খুঁজে নিন

   

মশাল মিছিল:মার্কিন-ভারতের মদদে আওয়ামী-বিএনপি জোটের ‘গদী’ নিয়ে রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে



শ্রমিক, কৃষক, জাতি ও জনগণের অগ্রণী পুত্র-কন্যা; ভাই ও বোনেরা, আজ ফ্যাসিস্ট দস্যুদের গদী দখলের সংঘাতে জনগণের রক্ত ঝরছে, জীবন ও জীবিকা বিপন্ন হচ্ছে, বৈদেশিক প্রভুরা নির্ধারণ করে দিচ্ছে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ। মুক্তিপাগল লাখো শহীদের আত্মদান যে দেশের জনগণের মুক্তি সংগ্রামকে সমৃদ্ধ করেছে, তার উত্তরাধিকার হিসাবে অপদস্থ জাতি ও জনগণের এ দুঃসহ যন্ত্রণা দেখেও আমরা হাতগুটিয়ে বসে থাকতে পারিনা। নতুন করে জনগণের মুক্তি সংগ্রামের উন্মেষ ঘটাবার আজ উর্বর সময়। সুতরাং, যে যেখানে থাকুন না কেন, পাড়ায়, মহল্লায়, শিক্ষাঙ্গণে, হাটে বাজারে, কর্মসস্থলে সমমনাদের নিয়ে এ গণবিরোধী সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন। প্রতিবাদের ঢেউ সারাদেশকে আন্দোলিত করুক! প্রতিবাদ পরিণত হোক প্রতিরোধে! সরকার বদল নয়, দুঃশাসনের অবসান চাই! তত্ত্বাবধায়ক, নির্দলীয়, সর্বদলীয় সরকার বা নির্বাচন ব্যবস্থার সংস্কার, হেফাজত বনাম গণজাগরণ ইত্যাদি হল ক্ষমতার পথ মসৃণ করার স্বার্থে শাসক শ্রেণীর নানা দলের এজেন্ডা- জনগণের এজেন্ডা নয়, এসব দাবীর সমর্থনে দাঁড়িয়ে নিজেদের বিভক্ত করবেন না, সংঘাতে জড়াবেন না বিদেশী শক্তি ও তার দালালদের হাত থেকে দেশের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের ক্ষমতা কেড়ে নেয়ার শপথ নিন! কেবল ‘ভোট দেয়া’ নয়, ‘ভোট না দেয়া’ও জনগণের গণতান্ত্রিক অধিকার! নিন্মোক্ত দাবীতে সোচ্চার হোন: ১. গদী দখলের রক্তাক্ত সংঘাত বন্ধ কর ২. রাজনীতিতে মার্কিন-ভারতসহ বৈদেশিক হস্তক্ষেপ বন্ধ কর ৩. ভোট দেয়ার জন্য জনগণের উপর জবরদস্তি করা চলবে না ৪. বিদেশী এজেন্ডা বাস্তবায়ন এবং দেশবিক্রির প্রতিযোগীতা বন্ধ কর ৫. ধর্ম ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে নির্বাচনী রাজনীতি বন্ধ কর ৬. নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক প্রচার বন্ধ কর ৭. ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ কর ৮. শ্রমিকের জীবন ধারণ উপযোগী মজুরি, ট্রেডইউনিয়নসহ সকল ন্যায্য দাবী মেনে নাও ৯. বৃদ্ধি ও, কৃষক, ছাত্র, যুবক, নারী. ধর্মীয়-জাতিগত-ভাষাগত সংখ্যালঘু, শিক্ষক-সাংবাদিক-পেশাজীবী এবং শ্রমজীবী জনতার আশু দাবী মেনে নাও এবং নিত্য প্রয়োজনী দ্রব্য ও সেবার সরবরাহ বৃদ্ধি, মূল্য হ্রাসসহ জনজীবনের সংকট সমাধান কর বিস্তারিত জানতে ঘুরে আসুন ... মশাল মিছিল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।