আমাদের কথা খুঁজে নিন

   

মশাল মিছিল



যারা প্রগতীর চাকা আটকে ধরে তারাই প্রতিক্রিয়াশীল । কালে কালে, পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এরা রং বদলায়, খোলস বদলায়, এমনকি প্রতিক্রিয়াশীলদের স্থায়ী কোন নামও নেই । কখনো কখনো জাতীয়তার আড়ালে, কখনো ধর্মের আড়ালে, কখনো ইতিহাসের কোন স্বর্নজ্জ্বল অধ্যায় ঘিরেও এরা তৎপর থাকে । কখনো এরা স্বাধীনতাকামীদের গলাচেপে হত্যা করে, কখনো এরা স্বাধীন দেশে ‘গদী’ দখলের জন্য অবাধে সংঘাত চালায় । কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রগতীর দরজায় আসতে পারে কি না, জানিনা ।

তবে সাময়িক প্রগতীর লেবাসধারীরা যে হরহামেশাই চিৎপটাং হয়ে প্রতিক্রিয়াশীল লাইনে পড়ে তার জলজ্যান্ত উদাহরণ বর্তমান পরিস্থিতি : একজন প্রগতিশীল মানুষ, আজীবন প্রগতিশীল নাও হতে পারে বরং কখনো কখনো প্রতিক্রিয়াশীলতার শিরোমনি হয় , ইতিহাসের বাস্তবতা এটাই শেখায় । প্রশ্ন হতে পারে, ‘কি করা উচিৎ অদূর অতীতের প্রগতিশীলদের ?’ কোন দ্বিধা না রেখে তাদের (বর্তমান প্রতিক্রিয়াশীলদের) কে ভাঁগাড়ে নিক্ষেপ করা উচিৎ । প্রতিক্রিয়াশীলদের রক্ষার প্রচেষ্টাও প্রতিক্রিয়াশীলতা । চলছে ডিসেম্বর মাস : বিজয়ের মাস । আমি বলি ‘আত্ম ত্যাগের মহিমায় ভাস্বর কিছু কাল’ ।

এ মাস আমাদের অধিকার আদায়ের শিক্ষা দেয়, সংগ্রামের আহ্বান জানায়, প্রতিক্রিয়াশীলদের মুখোশ উন্মোচনে তীব্র পদক্ষেপের দীক্ষা দেয় । কতিপয় ভণ্ডরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বায়ান্নোর একুশ, একাত্তরের ১৬ কে স্রেফ চাকচিক্যময় ‘শহীদ দিবস’ বা জমকালো আয়োজনে ‘বিজয় দিবস’ উৎযাপনে উৎসাহিত করে । তারা তরুনদের রাজনীতিতে আসা বন্ধ করতে এনএসফ (পাকিস্থানামলের সরকারি ছাত্র সংগঠন) স্টাইলে ছাত্র রাজনীতি কলঙ্কিত করে । এইসব ভণ্ডরা শহীদ মিনার বা স্মৃতিসৌধের পাদদেশে দাড়িয়ে, লাখ লাখ শহীদের রক্তকে পানির দরে বিক্রি করছে বিশ্ববাজারে । একাত্তরের নরঘাতক ‘কসাই কাদের’র ফাঁসি হয়েছে ।

তার প্রতিক্রিয়ায় ‘জামাতে ইসলামি’ সারাদেশে ত্রাসের রাজত্ব চালাচ্ছে । পুড়ছে ঘরবাড়ি, জ্বলছে মানুষের হাড় । অন্যদিকে,‘ মার্কিন-ভারতের মদদে ‘গদী’ দখল নিয়ে লীগ-বিএনপি’র সংঘাত, সারা দেশকে শ’পাঁচেক লাশ উপহার দিয়েছে। ’ আসুন, এবারের ষোলই ডিসেম্বরকে উপভোগ নয় পালন করি, নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীলদের মধ্যে স্পষ্ট পার্থখ্যরেখা টেনে এগিয়ে যাই . এদের প্রতিবাদে মশাল মিছিল । যেকানে রাজপথ প্রকম্পিত হয়েছে , ‘জনগণের রক্ত নিয়ে, হলি খেলা চলবে না ।

’ ‘ভারতের দালালেরা, হুশিয়ার-সাবধান । ’ ‘মার্কিনের দালালেরা, হুশিয়ার-সাবধান। ’ ‘জামাত-শিবিরের তাণ্ডব, রুখে দাড়াও জনগণ । ’ স্লোগানে ..।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।