পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।
ছোট বেলার কথা। সন্ধ্যা লাগেলেই আমরা কয়েক ভাই-বোন মিলে উঠানে মাদুর পেতে বসে যেতা। পড়ালেখায় ভালই ছিলাম. ক্লাস ফাইভে থাকা অবস্থায়ই বড় ভাই-বোনদের সব বাংলা-ইংলিশ গল্প পড়া শেষ আমার।
ছোট আপার সাধারণ ও ইসলামের ইতিহাস*(degree লেভেল) ও পড়া প্রায় শেষ। এমনকি ওদের MCQ এর উত্তর ও আমার জানা হয়ে গেছিল। কিন্তু নিজের পড়ায় তেমন মন নেই।
ওরা পড়ত আর আমি সুযোগ নিতাম আমার ছোটত্বের। আমি চিত হয়ে শুয়ে কিশোরী রাতের আকাশ দেখতা।
আকাশ ফুটে তারারা চোখ ধাধিয়ে দিত। ছোট-বড়, বিনদু - সিনধু তারা। বুবুর মাথা একটু আউলা ছিল। দুই সতীনের ঘর বলেই হয়ত। ও ছড়া কাটত- আকাশ ভরা সুপারি, গুনতে পারে না কোনো ব্যপারী।
আমি ব্যাপারী বেটার ফেল মারাতে মজা পেতাম। সবচেয়ে মন ভালো হত রকেট গোনার সময়। স্বপ্ন ফেরি করে ওরা আমার কাছে রেখে যেত কত্তকি।
ঘুমের দেশে যাবার আগে আমি আবার রাজকুমার হয়ে যেতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।