সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি যাত্রীবাহী বাস ও একটি ট্যাংকলরীসহ অফিস কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিয়ানাদুল হক দিনার জানান, গতকাল রাত দুইটায় সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের পাশে উল্লাপাড়া উপজেলার নেওরগাছা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত দি ইষ্টার্ন ফিলিং ষ্টেশনে একটি ট্যাংকলরী থেকে তেল নামানো হচ্ছিল।
এ সময় হঠাৎ করেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে আগুনের সুত্রপাত্র হয়। মুহুতেই আগুন দাউ দাঊ করে জ্বলে ওঠে। এসময় ফিলিং ষ্টেশনে রাখা ৫ টি যাত্রীবাহী বাস একটি ট্যাংকলরী সহ অফিস কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চষ্টোর পর আগুন নিয়ন্ত্রন করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।