আমাদের কথা খুঁজে নিন

   

পঠিত কাব্যের মতোন পড়ে আছে আমার চেতনা



পঠিত কাব্যের মতোন পড়ে আছে আমার চেতনা [ শাফিক আফতাব ] মাখনের মতোন জমে আছে বেদনার জল ঘিয়ের মতোন জমে আছে আমার দুঃখের তরল বরফের মতোন জমে আছে আমার কষ্টগুলো পঠিত কাব্যের মতোন পড়ে আছে আমার চেতনা। জীবনের সাধগুলো অপেক্ষায় আছে ভোরের ফুটন্ত ফুলের জন্য মিলনের জন্য যৌবন অপেক্ষায় আছে তোমার জন্য কামনাগুলো আজ কেমন বন্য পুলকগুলো লুকিয়ে আছে তোমার কাছে। কবিতার ছন্দরা লুকিয়ে আছে অনুপ্রাসের পেটে তুমি লুকিয়ে আছো আমার প্রেমের তটে আর রাগগুলো মিলে আছে অনুরাগের ঘরে য্ন্ত্রণাগুলো প্রশামিত হয় ভালোবাসার জ্বরে। আমার ক্ষোভগুলো দুঃখগুলো বেদনাগুলো প্রদাহে জন্মায় কবিতা তুমি পাশে নেই, তবু তোমাকে নিয়ে ভরে আমার সাদা খাতা। ০৯.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.