আমাদের কথা খুঁজে নিন

   

একটি বহুল পঠিত হাসি না আসা কৌতুক

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

একটি বহুল পঠিত হাসি না আসা কৌতুক ঈশ্বর নরক পরিদর্শনে আসছে, নরকে অপরাধীদের ঠিকমত শাস্তি দেয়া হচ্ছে কিনা দেখতে আসছে, চারিদিকে নরক গুলজার অবস্থা, বিশাল বিশাল কড়াইতে গরম তেলে পুড়িয়ে শাস্তি দেয়া হচ্ছে, সব কড়াইয়ের চারিদিকে বেশ কয়েকজন নরক প্রহরী কেউ কড়াই বেয়ে ওঠার চেষ্টা করলে হাতা দিয়ে গুতা দিয়ে তেলে ফেলে দিচ্ছে। ঈশ্বর হঠাৎ দেখেন একটা কড়াইয়ের সামনে কোন প্রহরী নাই,ঈশ্বরের তো মহা মেজাজ খারাপ কোন প্রহরী কাজে ফাঁকি দিতেছে আসল ঘটনা হইতেছে ঐ কড়াইতে পাহারার দরকার নাই, ঐটার সবগুলা বাঙালী একটা ওঠার চেষ্টা করলে অন্যগুলা টাইনা নামায় দেয় মোরাল: ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে (আমি নিজেও বাঙালী ; কাজেই কুন বাঙালী প্লিজ মাইন্ড খাইয়েন না )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.