জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে বাসায় তালা ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল বিকাল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে ফোরামের সদস্যসচিব অধ্যাপক কামরুল আহসান এ ঘোষণা দেন। এদিকে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচন এবং রিট প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ঐক্য ফোরাম। প্রশাসনিক ভবন অবরোধ করে গতকাল টানা ১৬তম দিনের মতো ধর্মঘট পালন করেন তারা। ফলে স্থবির রয়েছে সব প্রশাসনিক কার্যক্রম।
গতকাল বিকালে ঐক্য ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক কামরুল আহসান বলেন, এই অবাঞ্ছিত উপাচার্যকে আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তার বাসায় তালা ঝুলিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, উপাচার্য ক্যাম্পাস থেকে চলে গেলেও রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নের জন্য উপাচার্য প্যানেল নির্বাচন এবং রিট প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। দাবি মানা হলে সব কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলন থেকে সরে আসা হবে।
হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
১৮-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা অমর একুশের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে জাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, বিএনপি ও জামায়াত হরতাল-অবরোধের নামে নির্মমভাবে মানুষ পুড়িয়ে মারছে, যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র করছে যা ছাত্রলীগ কোনো দিনই হতে দেবে না। মিছিলে শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনিসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।