আমাদের কথা খুঁজে নিন

   

পিটিয়ে ওসির পা ভেঙে দিল শিবির

রাজশাহীর নগরের বিনোদপুর এলাকায় আজ মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশের ওপর হামলা চালিয়েছেন শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশের শটগান কেড়ে নিয়ে পিটিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পা ভেঙে দিয়েছেন। দুই কনস্টেবলের মাথা ফাটিয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলেন ওসি আবদুল মজিদ এবং কনস্টেবল রেজাউল ও মেরাজ। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অর্থোপেডিকস সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান বি কে দাম বলেছেন, ওসি আবদুল মজিদের ডান পায়ের হাঁটুর নিচের হাড্ডি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ডান হাতের দুটি আঙুলও ভেঙে গেছে। শরীরের অন্য জায়গাও আঘাত আছে। তবে পা ও আঙুলের আঘাত গুরুতর। এ ছাড়া দুই কনস্টেবল রেজাউল ও  মেরাজের মাথায় গুরুতর আঘাত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের কর্মীরা পুলিশের শটগান কেড়ে নেন। এরপর ওই শটগান দিয়েই পুলিশকে পেটান। একপর্যায়ে শটগান ভেঙে যায়।

পুলিশের উপকমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ বলেছেন, ঘটনার সময় মাত্র ছয়জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এত অল্পসংখ্যক পুলিশ নিয়ে সেখানে অবস্থান করা একদম ঠিক হয়নি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.