আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় এক যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দা উপজেলার কালাসিতা গ্রামে পরকীয়ার জের ধরে মামুন হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর রাতে। নিহত মামুন কালাসিতা গ্রামের আরমান মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, কালাসিতা গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী শাহিনুরের সাথে মামুনের পরকীয়ার সম্পর্ক  গড়ে উঠে। এরই জের ধরে গত তিন মাস আগে মামুন শাহিনুরকে নিয়ে পালিয়ে যায়।

সে সময় গ্রামবাসীরা মামুনের ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। কিন্তু তাতেও থেমে থাকেনি তাদের গোপন সম্পর্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর রাতে মামুন শাহিনুরের সাথে দেখা করতে গেলে স্বামী তমিজ উদ্দিন ও তার লোকজন মামুনকে ধাওয়া করে। মামুন পালানোর সময় পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখানে তমিজের লোকজন তাকে বেদম মারপিট করে।

এক পর্যায়ে মামুন ঘটনাস্থলেই মারা যায়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে মামুনের লাশ ময়রা তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুপুর ১২টা পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.