আমি একজন সাধারন মানুষ। বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে এক বাংলাদেশিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনে আহত হয়েছে আরো এক বাংলাদেশি।
সোমবার ভোরে উপজেলার দাউদপুর ও ভাইগড় সীমান্তের বিপরীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল (৪০) বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
জলিলের লাশ বিএসএফ’র হেফাজতে রয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সীমান্ত পার হওয়ার পরপরই ভারতের গোবিন্দপুর বিএসএফ-২৮ ক্যাম্পের সদস্যরা কয়েক বাংলাদেশিকে ধরে রড ও লাঠি দিয়ে বেদম পেটালে ঘটনাস্থলেই জলিল মারা যান।
বিজিবি জানিয়েছে, বিএসএফ’র নির্যাতনে আহত বিরামপুরের দক্ষিণ দাউদপুর গ্রামের ওয়াসিম উদ্দিনের ছেলে মো. গোলাপকে (৪২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কয়েক বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তাদেরকে ২৯০/৪০ সাব পিলারের কাছে ধাওয়া করে ধরে বেধড়ক পেটায়।
এই ঘটনায় দুপুর ১২টায় ভারতের আগ্রা ক্যাম্পে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বসেছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি অধিনায়ক।
একই ঘটনায় নির্যাতিত আজিম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিজিবি তার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।
বিজিবি-৪০ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েবুল হক সকালে আহত গোলাপের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বিএসএফ’র নির্যাতনে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। তবে আজিম উদ্দিন সেই ব্যক্তি কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
গত বছরের ৯ ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনার সময় বিএসএফ জওয়ানদের নির্যাতনের শিকার হন চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমান। তাকে নির্যাতনের ভিডিওচিত্রটি গত ১৯ জানুয়ারি ভারতীয় টেলিভিশন এনডিটিভিতে প্রচারের পর আট জওয়ানকে সাময়িক বরখাস্ত করে বিএসএফ।
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
কোথায় সরাস্ট্রমন্ত্রী ??? কোথায় ভারতের প্রতিশ্রুতি?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।