লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আমিনুল ইসলাম (৩২) নামের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে সীমান্তবর্তী অঞ্চলের ভারতীয়রা। নিহত আমিনুল জেলার পাটগ্রাম উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল লতিফ।
জানা যায়, গতকাল বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে স্থানীয়দের গরু চুরির অভিযোগ এনে এলাকাবাসী তাকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের সদস্যরা নিহতের লাশ উদ্ধার মেখলিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।