সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা দিতে গিয়ে পটুয়াখালীর গলাচিপায় প্রতিষ্ঠানটির চিকিৎসক মাকলুকুর রহমান মুরাদের মৃত্যুকে কেন্দ্র করে গত তিনদিন ধরে অশান্ত রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ওই চিকিৎসককে হত্যার অভিযোগ এনে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপক তাণ্ডব ও ধ্বংসযজ্ঞে মুখে কার্যত অচল রয়েছে প্রতিষ্ঠানটি।
চিকিৎসাধীন প্রায় দেড়শ রোগীকে মারধর করে বের করে দেয়া হয় হাসপাতাল থেকে। ভাঙচুর ও তছনছে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিণত হয় ধ্বংসস্তূপে।
মঙ্গলবার সকালে চিকিৎসক মুরাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তারা প্রতিষ্ঠানটির জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ জবাবে পুলিশের জলকামান, লাঠিপেটা, বাবার বুলেট, কাদানে গ্যাসে গোটা এলাকা পরিণত রণক্ষেত্রে। এতে পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০ শিক্ষার্থীকে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।