আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় পরিবারে ৮টি নতুন ফন্ট


বিজয় বাংলা সফটওয়্যার পরিবারে ৮টি নতুন ফন্ট যুক্ত হয়েছে। ফন্টগুলো হলো চেঙ্গি, দড়াটানা, ইরাবতি, মাতামুহূরি, মুহুরি, শঙ্খ, সাঙ্গু ও রাবেয়া। এই ফন্টগুলোর মাঝে মাতামুহুরি, মুহুরি ও শঙ্খ হচ্ছে হস্তাক্ষর ধরনের। চেঙ্গি ও দড়াটানা হচ্ছে সুশ্রি ধরনের। ইরাবতি রোমান ধরনের এবং রাবেয়া টেক্সট ধরনের। রাবেয়া ফন্টটটির আরও বৈশিষ্ট্য হলো যে এই ফন্টটির যুক্তাক্ষরগুলো স্পষ্ট করা। ফলে শিশু, বিদেশি বা যারা সহজে বাংলা যুক্তাক্ষর চিনতে চান তাদের জন্য এটি সহায়ক। বিজয় একাত্তর-এর নতুন সংস্করণে ফন্টগুলো যুক্ত হবে। আগ্রহীরা মেইল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন।
ফন্টগুলো নিচে দেওয়া হলো:-

প্রয়োজনে বিজয়/মোস্তফা জব্বার এর সাথে যোগাযোগ করতে পারেন
আনন্দ কম্পিউটার্স ১৮৮ মতিঝিল সার্কুলার রোড ঢাকা-১০০০ বাংলাদেশ ফোন নং +৮৮ ০২ ৭১৯৪০০২, +৮৮ ০২ ৭১৯৪৫২৭, +৮৮ ০২ ৭১৯৫৯২৪, +৮৮ ০২ ৭১১৮৫২২ বিজয় ডিজিটাল ৪/৬৫ ইস্টার্ণ প্লাস বিসিএস ল্যাপটপ বাজার, ইস্টার্ণ প্লাস শপিং মল ১৪৫ শান্তিনগর ঢাকা-১২১৭ ফোন নং +৮৮ ০২ ৮৩১৮৩৫৫, +৮৮ ০১৯৪৫৮২২৯১২, +৮৮ ০১৭১১৯৫১৭০৫ পরমা সফট ৪/৬৪ ইস্টার্ণ প্লাস বিসিএস ল্যাপটপ বাজার, ইস্টার্ণ প্লাস শপিং মল ১৪৫ শান্তিনগর ঢাকা-১ ফোন: +৮৮০১৭১৩২৪৫৮৮৯, +৮৮০১৯৪৫৮২২৯১১ ভারতে পরিবেশক সনোলাইট মাল্টিমিডিয়া কলকাতা-৭০০০১৫, ভারত ফোন: +৯১-০৩৩-২২২২৯৯৯৬, +৯১-০৩৩-২২২৭৭৬৪৩ ফ্যাক্স: +৯১-০৩৩-২২২৭৭৬৪৩ E-mail: sonoliteindia@gmail.com

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।