বলিউডের মাইলস্টোন হিসেবে পরিচিত আমির খান অভিনীত ‘সরফরোশ’ সিনেমাটি। টানটান চিত্রনাট্য, নিঁখুত অভিনয় শুধু বক্স অফিস নয়, সমালোচদের কাছ থেকেও কেড়ে নিয়েছিল প্রশংসা।
ছবিটির সিকোয়েল বানানোর জন্য বহুদিন ধরেই পরিচালক জন ম্যাথু ম্যাথনের পিছনে লেগে ছিলেন আমির খান। আমির মনে করেন, ছবিটির মধ্যে রয়েছে সিকোয়েল এলিমেন্ট। আমিরের কথা শুনে শেষমেশ সরফরোশ টু-য়ের চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছেন পরিচালক জন।
এদিকে শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য ভূমিকায় আবার দেখা যাবে আমির খান, নাসিরুদ্দিনকে। তবে সরফরোশের এটি সিকোয়েল হলেও নতুন ছবিতে প্রয়োজনে পরিবর্তন ঘটবে চরিত্র চিত্রায়নের।
উল্লখ্যে, ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সরফরোশ। ছবিতে আমির ছাড়াও অভিনয় করেছিলেন সোনালি বেন্দ্রে ও নাসিরুদ্দিন শাহ। ছবিতে আমিরকে দেখা গিয়েছিল কর্তব্যপরায়ণ পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।