আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় বাংলা কী বোর্ড ও সফটওয়্যার, ডিজিটাল বাংলাদেশের সঙ্গী।।

বিজয়  বায়ান্নো  ২০১২  উইন্ডোজ  অপারেটিং  সিস্টেমের  জন্য
বিজয়  বায়ান্নো  ২০১২  সংস্করণ  প্রকাশিত  হয়েছে।  ২০০৯  সালে  উইন্ডোজ  এক্সপি ,  ২০১০  সালে  উইন্ডোজ  এক্সপি - উইন্ডোজ  ভিস্তা  এবং  উইন্ডোজ  সেভেন - এর  ৩২  বিট  অপারেটিং  সিস্টেমের  জন্য  এবং  ২০১১  সালে  উইন্ডোজের  সকল  অপারেটিং  সিস্টেমের  জন্য  বিজয়  বায়ান্নো  প্রকাশ  করা  হয়েছিলো।  বিজয় বায়ান্নো  ২০১২  উইন্ডোজের  সকল  ধরনের  অপারেটিং  সিস্টেম  সাপোর্ট  করছে।  বিজয়  বায়ান্নোর  নতুন  সংস্করণের  প্রধান  বৈশিষ্ট্য  হচ্ছে  যে ,  এতে  বিজয় কীবোর্ড  দিয়ে  উইন্ডোজ - এর  ৩২  এবং  ৬৪  বিট  উভয়  প্রকারের  অপারেটিং  সিস্টেমে  বাংলা  লেখা  যাবে।  একই  সাথে  এই  সংস্করণটি  দিয়ে  কেবলমাত্র  বিজয় কীবোর্ড  দিয়ে  বিজয়  বায়ান্নো  ২০১০ - এর  মতো  ইউনিকোড  পদ্ধতিও  ব্যবহার  করা  যাবে।

 এটি  হচ্ছে  বাংলাদেশের  নতুন  কোডিং  মান  বিডিএস  ১৫২০ : ২০১০ এবং  ইউনিকোড  ৫ . ২  কম্পাটিবল  একমাত্র  সফটওয়্যার।  বিজয়  একুশে  ২০১২  এবং  বিজয়  একাত্তর  নামক  আরও  দুটি  সফটওয়্যার  বিজয়  বায়ান্নোর  মতোই দুই  পদ্ধতির  ইউনিকোড  সাপোর্ট  করবে।



পরিচিতি
অপারেটিং  সিস্টেম  উইন্ডোজ  এক্সপি ,  উইন্ডোজ  ভিস্তা ,  উইন্ডোজ  সেভেন - এর  ৩২  ও  ৬৪  বিট  সংস্করণের  জন্য  বিজয়  বায়ান্নো  ২০১২  তৈরি  করা  হয়েছে। যেসব  বৈশিষ্ট্য  এতে  আছে  সেই  সব  হলো : ক্লাসিক  অপশন এই  সংস্করণটি  দিয়ে  ১৯৯৩  সালে  প্রচলিত  ও  ২০১১  সাল  পর্যন্ত  পর্যায়ক্রমে  পরিমার্জিত  বিজয়  আসকি  কোড  যাকে  আমরা  বিজয়  ক্লাসিক কোড  বলি  তাতে  লেখা  যায়।  বাংলাদেশের  প্রায়  ৯৯  ভাগ  বাংলা  ব্যবহারকারী ,  বিদেশে  বাংলাদেশের  বাঙ্গালীদের  শতকরা  ৯৯  ভাগ ,  ভারতের  বাংলা  এবং অসমিয়া  ব্যবহারকারীরা  এই  এনকোডিং  ব্যবহার  করে  থাকে।

 অফিস - আদালত  থেকে  পত্র - পত্রিকা  মিডিয়াসহ  ব্যক্তিপর্যায়ের  ব্যবহারকারীদের  প্রায়  সকল ডাটাই  থাকে  এই  এনকোডিং - এ।  এই  সংস্করণের  সর্বশেষ  পরিমার্জিত  এই  কোডে  থাকা  কোন  বাংলা  বর্ণ  বা  যুক্তাক্ষর  ( যেমন  ন্ত ,  স্ত ,  ণ্ড ,  ল্ল ,  শ্ল ,  ব্ল ,  গ্ল ,  ম্ল , প্ল ,  ক্ষ ,  ক্ষ্ম ,  ক্ষ্ন ,  রু ,  গ্রু ,  প্রু ,  ব্রু ,  দ্রু ,  খ্রু ,  ব্রু ,  ত্রু ,  ন্ত ,  স্ত ,  ন্ত্ব ,  স্ত্ব ,  চ্চ ,  চ্ছ ,  ইত্যাদি  বর্ণ )  এক্সেস ,  কোয়ার্ক  এক্সপ্রেস ,  এইচপি  প্রিন্টার ,  অন্য  নির্মাতাদের কোন  কোন  পোস্টস্ক্রিপ্ট  প্রিন্টার  বা  ইমেজস্টোরে  ভাঙ্গে  না ,  গায়েব  হয়  না  বা  বদলায়  না। ইউনিকোড  অপশন বিজয়  বায়ান্নো  ২০১২ - এর  একটি  অনন্য  বৈশিষ্ট্য  হলো  যে  এতে  ইউনিকোড  ব্যবহার  করা  যায় ।
 
নির্দেশিকা
বিজয় কীবোর্ড তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সহজেই সকল বাংলা অক্ষর তৈরি করা যায়। বিভিন্ন অপশনে বিজয় কীবোর্ড ব্যবহার করার জন্য বিভিন্ন কীবোর্ড কমান্ড ব্যবহার করতে হয়।

বিজয় বায়ান্নো চালু হবার পর এর ডিফল্ট কীবোর্ড থাকে ইংরেজি। যখনই উইন্ডোজ সংস্করণে ইংরেজি থেকে বাংলা বা অসমিয়া টাইপ করতে হয় তখন কীবোর্ড কমান্ড দিয়ে বদল করতে হয়। যেমন ইংরেজি থেকে ক্লাসিক বিজয় এর জন্য কন্ট্রোল অলটার বি, ইংরেজি থেকে ইউনিকোড বিজয়-এর জন্য কন্ট্রোল অলটার ভি ব্যবহার করতে হয়। বিজয়-এর পূর্ববর্তী কোন কোন সংস্করণের মতোই বিজয় বায়ান্নো ২০১২-এ মাউস ক্লিক দিয়ে কীবোর্ড বদল করা যায়।
 
ক্লাসিক মোডে বিজয় কীবোর্ড ব্যবহার করার কমান্ড
কীবোর্ড/ অপশনের নাম
কীবোর্ড কমান্ড
ফন্ট এর নামের শেষাক্ষর
ক্লাসিক মোডে বিজয় কীবোর্ড ব্যবহার করার জন্য
Ctrl+Alt+B
MJ, EMJ, CMJ, TMJ, PMJ, LMJ
ইউনিকোড
Ctrl+Alt+V
OMJ
 
বিজয় কনভার্টার ব্যবহার বিজয় বায়ান্নো ২০১২ সফটওয়্যারের সাথে একটি কনভার্টার ইন্সটল হবে।

   সেটি হলো বিজয় ২০০৩ থেকে বিজয় ক্লাসিক।    আপনি বিজয় বায়ান্নো ২০১২ ইন্সটল করলে মাইক্রোসফ্‌ট ওয়ার্ড-এ একটি নতুন মেনু যোগ হবে যার নাম হবে বিজয় ক্লাসিক কনভার্টার।    ওয়ার্ড ২০০৭-এর এড ইনস মেনুতে এটি পাওয়া যাবে।   সেখানে ক্লিক করলে আপনি কনভার্টারটি পাবেন। ডকুমেন্ট কনভার্ট করার জন্য আপনি ওয়ার্ডে (২০০৩ বা ২০০৭) সেই ডকুমেন্টটি খুলবেন।

ঐ সময়ে অন্য কোন ওয়ার্ড ডকুমেন্ট খুলবেন না বা খোলা রাখবেন না। এরপর আপনি মেনু থেকে আপনার পছন্দমতো কনভার্টারটি বাছাই করবেন। লক্ষ্য করবেন, কমান্ড দেবার পর মুহূর্তের মাঝেই আপনি অপারেশন কমপ্লিট নামের একটি সংলাপ ঘর পাবেন। এর অর্থ দাঁড়াবে যে কনভার্টার আপনার ডকুমেন্ট কনভার্ট করে ফেলেছে। একটু বড় ডকুমেন্ট হলে সময় একটু বেশী লাগতে পারে।

এবার আপনি সেই সংলাপ ঘরে ওকে করলেই আপনার সামনে কনভার্ট করা ডকুমেন্টটি প্রকাশিত হবে। বিজয় কীবোর্ড-এ টাইপ করার সহজ নিয়মাবলী ১. কম্পিউটারে কীবোর্ড ব্যবহার করার জন্য সাধারণত দুটি হাতের দশটি আঙ্গুলই ব্যবহার করা হয়। প্রথমে ইংরেজি টাইপ করার নিয়ম অনুযায়ী দুই হাতের আঙ্গুলগুলি যথাস্থানে রাখতে হবে। মনে রাখা ভালো, বাম হাতের আঙ্গুলগুলিতে প্রধানত স্বরচিহ্নগুলো (দুটি স্বরবর্ণসহ) থাকবে। ডান হাতের আঙ্গুলগুলোতে থাকবে ব্যঞ্জনবর্ণগুলো।


২. বিজয় কীবোর্ডে যেখানে সম্ভব অল্পপ্রাণ ও মহাপ্রাণ জোড়া হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন- অ-া, -িী, -ে,ৈ ও-ৗ, ক-খ, গ-ঘ, চ-ছ, জ-ঝ, ট-ঠ, ড-ঢ, ত-থ, দ-ধ, প-ফ, বভ, ড়-ঢ়। এসব বর্ণের বিন্যাস হলো এমন যে, অল্পপ্রাণ অক্ষরগুলো স্বাভাবিক অবস্থায় ও মহাপ্রাণ অক্ষরগুলো শিফট অবস্থায় থাকবে। অবশ্য কোন কোন ক্ষেত্রে (যেমন ণ-ন, ষ-স) ব্যতিক্রমও আছে। এছাড়া ৃর্-, অ-া, ্র-্য, র-ল, ম-শ, ইত্যাদি জোড়াগুলোও একই বোতামে স্বাভাবিক ও শিফট অবস্থায় রয়েছে।


৩. ইংরেজি জি বোতামটিকে রূপান্তর বোতাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বোতামটির সাহায্যে স্বরচিহ্নকে স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণকে যুক্তাক্ষরে রূপান্তর করা যায়।
 
যোগাযোগ
 
আনন্দ কম্পিউটার্স ১৮৮ মতিঝিল সার্কুলার রোড ঢাকা-১০০০ বাংলাদেশ ফোন নং +৮৮ ০২ ৭১৯৪০০২, +৮৮ ০২ ৭১৯৪৫২৭, +৮৮ ০২ ৭১৯৫৯২৪, +৮৮ ০২ ৭১১৮৫২২
বিজয় ডিজিটাল ৪/৬৫ ইস্টার্ণ প্লাস বিসিএস ল্যাপটপ বাজার, ইস্টার্ণ প্লাস শপিং মল ১৪৫ শান্তিনগর ঢাকা-১২১৭ ফোন নং +৮৮ ০২ ৮৩১৮৩৫৫, +৮৮ ০১৯৪৫৮২২৯১২, +৮৮ ০১৭১১৯৫১৭০৫
পরমা সফট ৪/৬৪ ইস্টার্ণ প্লাস বিসিএস ল্যাপটপ বাজার, ইস্টার্ণ প্লাস শপিং মল ১৪৫ শান্তিনগর ঢাকা-১ ফোন: +৮৮০১৭১৩২৪৫৮৮৯, +৮৮০১৯৪৫৮২২৯১১
ভারতে পরিবেশক সনোলাইট মাল্টিমিডিয়া কলকাতা-৭০০০১৫, ভারত ফোন: +৯১-০৩৩-২২২২৯৯৯৬, +৯১-০৩৩-২২২৭৭৬৪৩ ফ্যাক্স: +৯১-০৩৩-২২২৭৭৬৪৩ E-mail: sonoliteindia@gmail.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.