আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে শিবিরের হামলায় এএসআইসহ আহত ১৫

সিলেটে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্র শিবিরের কর্মীরা। এতে পুলিশের এক এএসআইসহ আহত হয়েছে ১৫ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ রোডে হরতালের সর্মথনে শিবির কর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করে। এ সময় সেখানে পুলিশ পৌঁছালে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড শট গানের ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, দলের মহানগর কার্যালয়ে পুলিশি তল্লাশি ও ভাঙচুর হয়েছে দাবি করে সিলেটে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ছাত্র শিবির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।