মুন্সীগঞ্জের মাওয়া ঘাট হয়ে অ্যাম্বুলেন্স ফরিদপুরের সদরপুরে জামায়াত নেতার বাড়িতে যাবে বলে কারাফটকে কর্তব্যরত খিলগাঁও থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে এই যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝোলানোর প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ১১টা ১৪ মিনিটে কারা ফটক দিয়ে অ্যাম্বুলেন্স বের হয়।
অ্যাম্বুলেন্সের সঙ্গে র্যাব-পুলিশ-বিজিবির ১৪টি গাড়ির একটি বহরকে রওনা হতে দেখা যায়। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে কালো রঙেরটিতে লাশ রয়েছে। এর সামনে পেছনে পুলিশের আটটি, র্যাবের দুটি, বিজিবির দুটি গাড়ি রয়েছে।
কারা কর্মকর্তাদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের অপেক্ষায় সাংবাদিকরা থাকলেও তা এখন হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অ্যাম্বুলেন্সটি বাবুবাজার সেতু হয়ে মাওয়ার উদ্দেশে যাবে বলে পুলিশ কর্মকর্তা সিরাজ জানিয়েছেন।
কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স নেয়ার জন্য ‘কনকচাপা’ নামে একটি ফেরি মাওয়া ঘাটে প্রস্তুত রাখা হয়েছে বলে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
লাশবাহী গাড়ি যাবে ফরিদপুরের সদরপুরে আমিরাবাদ গ্রামে কাদের মোল্লার বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জামায়াত নেতার গ্রামের বাড়িতে তার ছোট ভাই মোল্লা মাঈনুদ্দিন আহম্মেদ রয়েছেন। পঞ্চাশোর্ধ্ব মাঈনুদ্দিন সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ফাঁসির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহ যা করেছেন ভাল করেছেন। এছাড়া আমাদের আর কিছু বলার নাই। ”
যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরকে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে তার দল জামায়াতে ইসলামী রোববার সারাদেশে হরতাল ডেকেছে।
মুক্তিযুদ্ধের সময় নৃশসংসতার জন্য ‘মিরপুরের কসাই’ হিসেবে পরিচিত ছিলেন এই আলবদর নেতা।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে শীর্ষস্থানীয় প্রায় সব নেতার দণ্ড দলেও সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মৃত্যুদণ্ডই প্রথম কার্যকর হল।
মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিচার প্রক্রিয়া নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা নিয়ে গোটা দুনিয়াবাসী কথা বলেছে। ইতিহাস একদিন এর বিচার করবে।
”
কাদের মোল্লা নির্দোষ ছিল দাবি করে তিনি বলেন, “আইনি প্রক্রিয়ায় থেকে আমি সেটা বুঝেছি। মনে প্রাণেও আমি সেটা বিশ্বাস করি। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।