আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার দৌড়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট

বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক ডিগ্রি রয়েছে, যেগুলোর মাধ্যমে অ্যাকাউন্টিংয়ে অনার্স না করেও চার্টার্ড অ্যাকাউনটেন্ট হওয়া যায়। ACCA Foundation Diploma ও এসিসিএ এমন একটি ডিগ্রি, যা পড়ে একজন ছাত্র দেশে বসেই মাত্র ৩-৪ বছরে ইউকের বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির অ্যাপলাইড অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ একজন গ্লোবাল প্রফেশনাল অ্যাকাউনট্যান্ট হতে পারে। চাকরির বাজারে এসব ডিগ্রিধারীদের চাহিদা এককথায় চমৎকার। এ ডিগ্রি দুটি জাতিংসংঘ কর্তৃক স্বীকৃত সর্ববৃহৎ অ্যাকাউনটিং বডির ডিগ্রি। কেউ ACCA Foundation Diploma  অথবা এসিসিএ সম্পন্ন করার সঙ্গে সঙ্গে তার সিভিটি পৌঁছে যায় এসিসিএ'র Job portale-এ।

সেখান থেকে সারা বিশ্বে ৮ হাজার ৪২৪টি চাকরিদাতার কাছে সেসব সিভি পৌঁছে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান এ কোর্সগুলো পরিচালনা করছে। এদের মধ্যে সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ অন্যতম। দক্ষিণ-পূর্ব এশিয়াতে তারাই দিচ্ছে পাস গ্যারান্টি স্কিম। আরও জানতে # সাইফুর'স, ফোন : ০১৯১২১০১৪৭৩।

বর্তমানে পাস গ্যারান্টি স্কিমে তারা দিচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। অন্যদিকে ব্রিটেনের ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইনিশিয়াল রেজিস্ট্রেশন ফি ও বার্ষিক সাবস্ক্রিবশন ফি'র স্কলারশিপ বাবদ মোট ১শ' ৬২ পাউন্ড দিচ্ছে সাইফুর'স। গতানুগতিক শিক্ষার আশায় বসে না থেকে এসব শিক্ষায় শিক্ষিত হয়ে দ্রুত ক্যারিয়ার গঠন করা যায়। * ক্যারিয়ার ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।