একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতির কলঙ্ক মোচন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। তারা বলেছেন, এ রায় কার্যকর হওয়া মানে, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল তার পূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো। গতকাল রাতে রায় কার্যকরের পর বাংলাদেশ প্রতিদিনের কাছে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, এ রায় কার্যকরের মাধ্যমে জনগণ আশ্বস্ত হলো যে বাকি রায়গুলোও যথাসময়ে কার্যকর হবে। তিনি বলেন, দেশবাসীকে দেওয়া আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ হলো।
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছি। এ রায়ের মাধ্যমে জাতির দীর্ঘ দিনের প্রতীক্ষা পূরণ হলো। জাতির ললাটে লেপে থাকা একটি কলঙ্ক মোচন হলো।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দায়মোচনের শুভসূচনা হলো। আশা করি এর ধারাবাহিকতা বজায় রেখে অন্যান্য যুদ্ধাপরাধীর রায় বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশের কলঙ্ক মোচন হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হতে চলেছে। যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে স্বাধীনতার ৪২ বছরের কলঙ্ক মোচনে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার করার অঙ্গীকার ছিল। সে অঙ্গীকার পূরণ করতে শুরু করেছি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় পাকবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আলবদর, রাজাকাররা যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল। গণহত্যা চালিয়েছিল গতকাল একজন রাজাকারের রায় কার্যকরের মধ্য দিয়ে শহীদদের আত্দার শান্তি দিতে একধাপ এগিয়ে গেল দেশ। শেখ হাসিনার নেতৃত্বে সব যুদ্ধাপরাধীর বিচার ও রায় সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করব।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ রায় নিয়ে মানুষ উদ্বেলিত ছিল। বাস্তবায়নের অপেক্ষায় ছিল।
ফাঁসি কার্যকর হওয়ায় সে প্রত্যাশা পূরণ হয়েছে।
১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, জাতির ঘাড়ে যে কলঙ্কের বোঝা ছিল তা একজনের দণ্ডাদেশ কার্যকরের মাধ্যমে অনেকটাই হালকা হলো। এ ফাঁসি কার্যকরের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সূচনাও হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।