নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
সবই আওয়ামীলীগের এমপি আর জানের মায়ায় যোগ দেয়া জাতীয়পার্টি নিয়ে নির্বাচনকে কি একক নির্বাচন বলা যাইবেক নাকি বলিতে হইবে দেশের সকল জন সাধারনের আনন্দচিত্তে অংশ গ্রহনের নির্বাচন????
তাহা হাইলে ১৯৮৮ সালের এরশাদ কাকুর আর ১৯৯৬ সালে গোলাপী আপুর নির্বাচনের সাথে এই নির্বাচনের মৌলিক পার্থক্য কোথায় তাহা এই মদন জানিতে ইচ্ছুক।
ডিসক্লেইমার: আমি দেশ বিরোধী, সরকার বিরোধী, এবং সর্বপরী আওয়ামীলীগ বিরোধী কিছু বলি নাই। যদি লেখাতে তাহা প্রকাশ পায় তাহলে লেখাটি মুছিয়া ফেলে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মডুদের প্রতি আবেদন রহিল। এক নেতা, এক দেশ। হাসু আপুর বাংলাদেশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।