আমাদের কথা খুঁজে নিন

   

কাকু, বিয়ের বয়স এখনো হয়নি।।

গত রবিবারের ঘটনা, আমি আর আমার এক বন্ধু যশোর রেলওয়ে স্টেশনে দাড়িয়ে গল্প করছিলাম। বন্ধুর গন্তব্য খুলনা। অনেক দিন পর দেখা, তাই অনেক সময় ধরে নানা রকম বিষয় নিয়ে আলোচনা চলছিলো। এক সময় লক্ষ্য করলাম পঞ্চাশোর্ধ এক ব্যক্তি আমাদের কিছু বলবে এমন দ্বিধা-দ্বন্দে আছে এবং বারবার আমাদের কাছে এসেও ফিরে চলে যাচ্ছেন। আমাদের কাছে যা মনে হলো তিনি তার মেয়েকে নিয়ে খুলনা যাবেন।

কিছুক্ষণ পর আমাদের কাছে এসে আমাদের নাম জিজ্ঞাসা করলেন। আমরা আমাদের নাম বললাম। বলে রাখা ভালো আমার বন্ধুর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, আর আমার তার থেকে ৩ ইঞ্চি কম মানে ৫ ফুট ১০ ইঞ্চি। যায় হোক কোন কথা খুজে না পেয়ে লোকটি আমাদের উচ্চতার প্রশংসা করল। পরে জানতে চাইলেন আমরা কি করি।

বন্ধু অস্ট্রেলিয়া যাবে আর আমি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ি শুনে লোকটিকে বেশ খুশিই মনে হলো। তারপর জানি না কেন, লোকটি তার মাতৃভাষা ভুলে ইংরেজির প্রয়োগ করতে লাগলেন এবং আমাদের নানা বিষয়ে জ্ঞান দিতে লাগলেন। বয়স্ক লোক আমাদের জ্ঞান দিচ্ছেন, তাই আমরা শুধু হজম করে গেলাম। কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, স্টেশনে এত লোক থাকতে আমাদের কেন বেছে নিলেন ইংরেজি এবং জ্ঞানের প্রয়োগ করার জন্যে। আর কিছু বুঝতে বাকি রইলো না যখন শুনলাম লোকটির এক ভাগ্নি আছে যে কিনা উচ্চতায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং এবার এইচএসসি পাস করেছে।

ইতোমধ্যে ট্রেন চলে আসলো। সময়মত ট্রেন না আসলে, না জানি কত কিছু হওয়ার সম্ভাবনা ছিলো। তাই মনে মনে বললাম, কাকু বিয়ের বয়স এখনো হয়নি। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.