গুগল ব্যবহারকারীরাই এখন বানাতে পারবেন ‘স্ট্রিট ভিউ’। গুগল ব্যবহারকারীদের বিভিন্ন স্থানের ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল স্ট্রিট ভিউ তৈরির সুযোগ করে দিতে নতুন এক ওয়েব টুল উন্মুক্ত করেছে মার্কিন ওই ইন্টারনেট জায়ান্ট।
বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোন বা ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি দিয়ে বানানো যাবে এই স্ট্রিট ভিউ, শেয়ার করা যাবে গুগল ম্যাপেও। ওয়েবটুলটি ব্যবহার করে ছবিগুলো সংযুক্ত করতে পারবেন একজন ব্যবহারকারী। আর গুগল ম্যাপে শেয়ার করার পর ব্যবহারকারীদের তৈরি ওই স্ট্রিট ভিউয়ের মাধ্যমে যে কেউ খুঁজে নিতে পারবেন তার লক্ষ্যস্থানটি।
নতুন ওয়েব টুলটির মাধ্যমে গুগল ম্যাপসের প্রসারণ এবং ব্যবহার বাড়কে এমনটাই আশা করছে গুগল।
এক ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবার অংশগ্রহণে তৈরি বিভিন্ন স্ট্রিট ভিউ নিয়ে আমরা খুবই আশাবাদী। যেমন পরিবেশবাদীরা সংরক্ষণ করতে চাইছেন এমন বিভিন্ন স্থানের ছবি তুলে স্ট্রিট ভিউ বানাতে পারেন যা কিনা ওই জায়গাগুলোর প্রাকৃতি সৌন্দর্য তুলে ধরবে সবার কাছে।’
ফটোগ্রাফাররাও এর মাধ্যমে বিভিন্ন স্থানের বৈচিত্র্য তুলে ধরতে পারবেন বলে দাবি গুগলের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।