একই সিদ্ধান্ত হয়েছে জাতীয় পার্টির আরো তিন প্রার্থীর ক্ষেত্রেও।
ফলে নিয়ম অনুযায়ী শনিবার রংপুরের ছয়টি আসনের চারটিতে জাতীয় পার্টির প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করা হবে।
এছাড়া রংপুর-২ ও রংপুর-৫ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় এ দুটি আসনে নির্বাচন হবে না।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সন্ধ্যা ৬টায় সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, “রংপুরের পাঁচটি আসনের জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন ১১ ডিসেম্বর।
কিন্তু আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ১৯৭২ এর ১৬ (১১) ধারায় বিধিসম্মত না হওয়ায় তাদের আবেদন গৃহীত হয়নি। ”
শুধু রংপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী সাবলুর আবেদন গৃহীত হয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “আরপিওতে বলা হয়েছে প্রার্থী নিজে এসে অথবা তার লিখিত অথারাইজড করা ব্যক্তি এসে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করতে হবে। এরশাদসহ চারজন প্রার্থী তা করেননি। ”
এদিকে জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হওয়ায় ছয়টি আসনের চারটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
অন্য প্রার্থী না থাকায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী ডিউক এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান একক প্রার্থী থাকলেন।
অন্য আসনের প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে আওয়ামী লীগের রুহুল আমীন, জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা ও স্বতন্ত্র বর্তমান সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।
রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের চৌধুরী খালেকুজ্জামান, জাসদের (ইনু) সাব্বির আহমেদ।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আওয়ামী লীগের টিপু মুন্শী ও জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির নুর আলম যাদু।
গত ২ ডিসেম্বর ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৯ জন। ঋণ খেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের মনোনয়নপত্র প্রত্যাহারেরেআবেদন গৃহীত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।