জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
কিছুক্ষণ আগে টিভির খবরে দেখলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ইতিমধ্যে ৯৩ আসনে পাশ দিয়ে ফেলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (প্রতিদ্বন্দ্বি থাকলে না প্রতিদ্বন্দ্বিতা হবে)। এই ৯৩ জনের মধ্যে আবার আওয়ামী লীগে গজিয়ে উঠা আগাছা পরগাছাও আছে। সুতরাং এই খুশির খবরে আপনারা সবাই মিষ্টি মুখ করেন।
দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিরাম করে বাড়তেছে তা নির্বাচনের আগেই বুঝা যাচ্ছে। ৩০০ আসনের মধ্যে ইতিমধ্যে ৯৩ আসনে আওয়ামী লীগ পাশ দিছে। আওয়ামী লীগের জনপ্রিয়তার জোয়াড় সবে মাত্র শুরু হইছে। সুতরাং কে কোথায় আছিস তাড়াতাড়ি নৌ্কায় উঠ। আও্য়ামী লীগের জনপ্রিয়তার জোয়ারে দেশ আজ ডুইবা যাইতেছে।
বাচঁতে হলে জানতে হবে, আওয়ামী লীগের জনপ্রিয়তার জোয়ারে দেশ ডুবার আগে নৌকায় চড়তে হবে।
বি: দ্র:
ঠাই নাই ঠাই আমার এ বিশাল তরি
আগাছা পরগাছায় গিয়েছে ভরি, আওয়ামী লীগের এ বিশাল তরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।