...............................।
অনেকে বলছেন সাঈদী এত মুসলমান বানালো,আচ্ছা আমি বুজতে পারছি না কাউকে মুসলিম বানিয়েছে এর অর্থটা কি?এটা কি কোন বিষেশ কিছু?১৯৭১ এ অনেক হিন্দু মানুষকে কালেমা পরতে হয়েছে বা জোর করে পরানু হয়েছে, তাই এটার মাজে বিশেষ ক্রেডিটটা কি?আর কাউকে মুসলিম বানিয়েছে তাই বলে তিনি ভাল মানুষ সেটা বলা যায়. আমার যতদুর জানা সাঈদী নিজে কাউকে মটিবেশন করে মুসলিম বানাননি,তার সভায় কেউ আসলে কালেমা পরান, তাতে সাঈদীর ক্রেডিটটা কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।