সানি লিওনের স্বপ্নপূরণ হলো। বলিউড বাদশাখ্যাত শাহরুখ খানের সঙ্গে দেখা করার পর এটাই ছিল সানি লিওনের উচ্ছ্বাসমাখা অনুভূতি। বলিউডে নিয়মিত কাজ করলেও এতদিন পর শাহরুখের সঙ্গ মিলল তার। নতুন ছবি জ্যাকপটের প্রমোশন করতে দেশময় ঘুরছেন সানি লিওন আর ভাগ্যগুণে মুম্বাইয়ে দেখা হয় কিং খানের সঙ্গে।
মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নয় শাহরুখ তার স্বপ্নের নায়ক বলেও মন্তব্য করেন মিডিয়াকর্মীদের কাছে। সানি বলেন, সত্যি বলতে শাহরুখের সঙ্গ পেয়ে আমার অনেক দিনের এক স্বপ্ন পূরণ হলো। শাহরুখও হাস্যোজ্জ্বল ভঙিতে ক্যামেরাবন্দি হন সানি লিওনের সঙ্গে। এদিকে শাহরুখকে নিয়ে সানির এই অতি উচ্ছ্বাসকে আড়চোখে দেখছেন বলিউডপাড়ার অনেকে। বলিউডে নিজের নড়বড়ে জায়গাটাকে মজবুত করতেই কিং খানের সঙ্গে সানির এই মাতামাতি বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।