মার্কিন অনেক সিনেটরই ইরান নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়ে ইসরাইলের চাপের কাছে নতি স্বীকার করছেন। ওয়াশিংটনের ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্যাট্রিক বাসাম ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, ইরান নিয়ে ইসরাইলের যে কোনো চাপের কাছেই মার্কিন সিনেটররা নতজানু হয়ে পড়েন। বিশেষ করে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির বিষয়ে এটি ঘটেছে বলে জানান তিনি।
প্যাট্রিক বাসাম বলেন, এ চুক্তি এবং ইরানের সঙ্গে সম্পর্ক নিয়ে ইসরাইলের কাছ থেকে যা শোনেন তা নিয়ে মার্কিন সিনেটররা কোনো প্রশ্ন তোলেন না। মার্কিন অনেক সিনেটরই ইরান নিয়ে ইসরাইলের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এ ক্ষেত্রে মার্কিন অনেক সিনেটরের স্বভাবগত অবস্থান দাঁড়ায় এই যে, ইসরাইলই হয়ত সঠিক কথাটি বলছে এবং তেহরানের কাছ থেকে যা শুনছে যে সেগুলো বিশ্বাসযোগ্য নয় এবং সন্দেহজনক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।