আমাদের কথা খুঁজে নিন

   

লেটেস্ট মিথ্যাচার - সাঈদীর মুক্তির দাবিতে কাবার ইমামরা নাকি মানববন্ধন করেছে

বন্ধ করুন জামাতিরা কিভাবে অবলীলায় মিথ্যাচার করতে পারে দেখুন। কাবা ঘরের ইমামরা নাকি সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে। আজকে জামাতিদের মুখপাত্র দৈনিক সংগ্রামও এটা নিয়ে নিউজ করেছে । অবশ্য সংগ্রামে কোন ছবি দেয় নি। ছবি দিয়েছে ফেসবুকের পেজগুলো।

সংগ্রামের খবর - ------------------------------------------------ মধ্যপ্রাচ্য প্রতিনিধি : ট্রাইব্যুনালে বিচারের নামে বাংলাদেশের আলেমদের ওপর যে নির্যাতন চলছে, তার প্রতিবাদে গতকাল বাদ জুমা কা'বার খতিব বিখ্যাত ক্বারী শাইখ আব্দুর রহমান আল সুদাইসীর নেতৃত্বে মানববন্ধন করেছে ইমাম পরিষদ। মানব বন্ধনে শাইখ সুদাইসী বলেন, আমি ব্যক্তিগতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে পরিচিত। সারা দুনিয়ার যত সম্মানিত মানুষ কা'বা শরীফের ভিতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেছে তিনি তার মধ্যে অন্যতম। তাছাড়া মাওলানা নিজামীসহ যে সমস্ত আলেমদের কারাগারে নিয়ে দীর্ঘদিন যাবত নির্যাতন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে এই আলেমদের দোষ একটাই, আর তা হল কুরআনের খেদমত করা।

আর যারা ইসলাম ও কুরআনের খেদমত করে তাদের উপর জুলুম নির্যাতন নতুন কিছু না। মানবতা বিরোধী অপরাধের ধোয়া তুলে আলেমদের প্রতিহত করা কোনো সচেতন মানুষ তা মেনে নেবে না। যে আদালতে স্বচ্ছতা নেই সেখানে কোনো আলেমতো দূরে থাক সাধারণ মানুষেরও বিচার হতে পারে না। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীর শুধু বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব নয়, তিনি সারা দুনিয়ার মানুষের প্রিয় মানুষ। যার নমুনা আমি লন্ডনের জাতীয় মসজিদে আয়োজিত আনুষ্ঠানে দেখেছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুবা মসজিদের খতিব শাইখ আহমদ ইবনে আলী আল হুজায়ফীসহ বিভিন্ন মসজিদের খতিব ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ফেসবুকের একভাইয়ের কমেন্ট হুবহু তুলে দিচ্ছি - এই ছবিটা সম্পূর্ণ ভুয়া ছবি ! এটা কোনো মানববন্ধনের ছবি নয় ! এই ছবিটা হল এই বছর হজের সময়ে ক্বাবা শরিফে যেই নতুন গিলাফ পরানো হয়েছে সেই গিলাফ হস্তান্তরের ছবি ! আমার কথা বিশ্বাস না হলে নিচের লিঙ্কগুলোতে গিয়ে সত্যতা যাচাই করেন ! Click This Link Click This Link http://massdar.net/site/shownews.php?&nid=5429 Click This Link যারা আরবি জানেন, তারা তো লিঙ্কে গিয়ে এমনিতেই পড়ে বুঝবেন, আর যারা আরবি জানেন না, তারা পেজটা ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট করে নিয়েন। যাই হোক ! সাইদির বিচার সঠিক হচ্ছে কি না হচ্ছে, সেটা অন্য বিষয় ! কিন্তু এখানে ডঃ সুদাইসকে জড়ানো ও অন্যান্য সম্মানিত ইমামকে জড়ানো ঠিক হয়নি ! আর খবরটাও ভুয়া খবর ! কারণ এত বড় একটা সংবাদ , আর কারো কাছে সেই মানববন্ধনের একটা ছবি পর্যন্ত নেই ! সংগ্রাম, আর আমার দেশ ছাড়া আর আর কোনও আরব নিউজের ওয়েবসাইটে এগুলো আসল না কেন ? শুধু খবর প্রকাশ করলে এটার সত্যতা হবে না বলে এই ভুয়া সংবাদের সত্যতা দেওয়ার জন্য ঐ ধরণের একটা ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার মানে কী বুঝায় ??? এমন একটা ছবি দেওয়া হল যাতে মানুষ মনে করে যে এটা মানব বন্ধনের ছবি ! আরে ভাই ! এখন কি সেই যুগ আছে ? মানুষকে ধোঁকা দেওয়া এত সহজ না ! গুগল ইমেজে ছবি আপলোড দিলে সেটা আসলে কীসের ছবি তা আপনি জানতে পারবেন !!! হে হে ! জামায়াতিরা ইসলাম, ধর্ম , কোরআন এগুলোকে ব্যবহার করে কিভাবে ফায়দা হাসিল করছে দেখুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.