আমাদের কথা খুঁজে নিন

   

লেটেস্ট নিউজ

আপাতত তেমন সাংঘাতিক কিছু নাই---

সভা আরম্ভ হৈতে চলিয়াছে। খানকীর নকীর পাঁজকোলা করিয়া মোল্লাকে লৈয়া সভাকক্ষে প্রবেশ করিবামাত্রই ঈশ্বর হাঁকিয়া উঠিলেন, মোল্লা সাব যে! সভাসদসকল নড়িয়া বসিল। চিন্তিত মুখে মোল্লা বলিল, কেরামান কাতিবিন কিধার? উহাদের দেখিতেছিনা যে?? খানকির আওয়াজ দিল, বেটারা ফুরসৎ পাইয়া বিঁড়ি টানিতে গেছে। মোল্লা ইধার উধার চাইয়া আবার পুছিল, ভাবিয়াছিলাম, নির্দলীয় হুয়াল্লার দরবারে আছি। এ ত দেখি সর্বদলীয় বেটা ঈশ্বরের দরাবার! পাশ হৈতে নকীর কহিল, ও বেটা ওয়াকআউট করিয়াছে।

অবরোধ হাঁকিতেছে রাস্তায়। বিচারকার্য আরম্ভ হৈল। ‌‍"তোমার রব কে" "ধর্ম কি" নাম পরিচয় ইত্যাদি ফরমাল বয়ান নেওয়ার পর আসল হিস্টরীতে আসিলে মোল্লা বাগড়া দিয়া বসিল। ঘাড় বেঁকিয়া কহিল, এইসব নাস্তিকের আস্তানায় আমার সহিহ আমলনামা পেশ করা হয় নাই। কেরামান কাতিকিন সালারা কৈ গেল ই সময়! দুই সালার প্রতি অংগুলিনির্দেশ করিতে গিয়া উত্তেজনায় মোল্লা ঠাঁস করিয়া ভি চিহ্ন দেখাইয়া বসিল।

আর তাতেই বাধিল বিপত্তি। সভাসদসকল বলিয়া উঠিল, বেটা আঙুল দেখাইতেছ? ইহা কি বঙদেশ পাইয়াছ! ঐ আঙল তুমার পুটকিতে পুরাইতে না পারিলে বিচারকার্যাদেশ স্থগিত রাখিতে হৈবে। নরকের উপর টাংগাইয়া রাখা হৈবে। ভ্যাঁবাচ্যাকা খাইয়া খানিক নিজেকে সামলাইয়া লৈয়া মোল্লা কহিল, মান্যবর, ডোন্ট মাইন্ড , পুরাতন অভ্যেসের খেয়ালে কী করিতে কী করিয়াছি! নাউযুবিল্লা পড়িলাম। ফাঁসির দড়িখানার দাগ এখনো মুছে নাই ঠিকঠাক।

আবার যদি লটকিতে হয় তবে পেরেশানিতে পড়িব। টেবিলে ঠাস ঠাস হাতুড়ি চাপড়াইয়া ঈশ্বর বলিলেন, ফার্স্ট ওয়ার্নিং দিলাম মোল্লা, বেফাস কিছু করিও না। নৈলে ডাইরেক্ট ডিটেনশনে দিব। আজীবন-আমরণ-কিয়ামত ছে কিয়ামত তাক্। মোল্লা হতাশ হৈয়া কহিল, মহামতি ঈশ্বরের আমার একখানা আরজি আছে।

অভয় দিলে কিঞ্চিৎ বলিতাম। ঈশ্বর কহিলেন, আর মারাইতে যাইও না, কি বলিতে চাও ঝটপট বল। মোল্লা মাথা হেঁট করিয়া বলিল, আমলনামা হইতে ৭১ এর হিস্টরী মাফ দিয়া নেকী বদির হিসাব করিতে আরজি করিতেছি। এমনিতেই ইহা লৈয়া বঙদেশে বহুত নাকানী চুবানি খাইয়াছি। ঈশ্বর হাত উচাইয়া কহিলেন, সেটা মাফ করিলেও তুমার বঙজারজেরা আজি যাহা করিতেছে তাহার খেসারত দিতেই বদির পাল্লা ছিড়িয়া পড়িবে।

ককটেলের আওয়াজ শুনিতেছ না? বৃক্ষকর্তণ আওয়াজ পাইতেছ না? আগুনের হল্কা দেখিতেছ না? সব-ই ত তোমার কর্মফল। এই দেখ, জিবরিল এইমাত্র ফরমান লৈয়া আসিয়াছে, তুমাকে ফাঁসাইয়াছে বলিয়া জুম্মাবাদ জেলায় জেলায় সন্ত্রাসী কর্মকান্ডে দারুন একটিভিটি দেখাইতেছে পোলাপানেরা। অতপর ঈশ্বরের আদেশে জিবরিল সভাসদগনকে বঙদেশের লাইভ ভিডিও দেখাইতে লাগিলেন। জিবরিল, তুমি শুনতে পাচ্ছ? হ্যলো, জিবরিল........ ... ... হ্যা ঈশ্বর আমি শুনতে পাচ্ছি। আমি এই মুহুর্তে বঙদেশের চিপাগলিতে.... ... ... জিবরিল ওখানকার বর্তমান পরিস্থিতি কি?...... ... ... (প্রিয় ব্লগার ভাইরা, একটু রাস্তায় বাইরান।

জিবরিলের চাইতে লেটেস্ট পাইবেন আশা করি। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.