আমাদের কথা খুঁজে নিন

   

লেটেস্ট ইজ ফার্স্ট!



বা লাস্ট ইজ ফার্স্ট! এমন একটা কথা নাকি আছে ইংরেজিতে আর এটা নাকি নিউজের ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে যথার্থ পালনীয়। ধরুন আপনি কোনও মেয়েকে উত্যক্ত করলেন এর কয়েকমাস পর মেয়েটাকে বিয়ের অফার করলেন এরও কয়েকমাস পর বিয়ে না করলে হুমকি প্রদর্শনপূর্বক চিঠি দিলেন। এরপর মেয়েটার বিয়ে হলো অন্য একজনের সঙ্গে। এরপর বিয়েরও বেশ কয়েকমাস পর মেয়েটি বাপের বাড়িতে এলে তাকে দেখে আপনার পুরনো প্রেম ক্রোধ জেগে উঠলো আপনি তাকে র্র্যাপ করলেন... এরপর নিউজ কী হবে? সর্বপ্রথম নিউজে উল্লেখ করা হবে অমুক স্থানে গৃহবধু ধর্ষিতা! এফআইআর কী হবে? বা অভিযোগ কী হবে? ধর্ষণের না কি হুমকির নাকি প্রেমের নাকি রাস্তায় দাঁড়িয়ে উত্যক্ত করার? নিশ্চই ধর্ষণের! এবং সেখানে কিন্তু বলা হবে না কুমারী বা বালিকা ধর্ষিত যদিও তিনি কুমারী থাকতেই ছেলেটি তাকে ....নজরে রেখেছিল। এ ক্ষেত্রে হুমকি বা বিয়ের অফারটাকে প্রভোক হিসেবে দেখা হতে পারে কিন্তু ধর্ষণের ঘটনাটাই প্রাধান্য পাবে। আবার ধর্সণের ঘটনায় লজ্জিত হয়ে মেয়েটি যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে ছেলেটির সাজা কী হবে? আত্মহত্যায় প্ররোচনাদানকারী হিসেবে নিশ্চই! ধর্ষণটা সেখানে কার্যকারণ তবে একমাত্র কারণ হিসেবে বিবেচিত হবে না। এভাবেই আইন এবং সংবাদ লেটেস্ট বা এক অর্তে লাস্ট ঘটনাকেই বিচার করে থাকে। অতএব এটাইকী হওয়া উচিৎ নয় যে এই মুহূর্তে কারা সন্ত্রাসী করছে, কারা ধর্ষণ করছে, কারা পাবনার ফরিদপুরের সপ্তমশ্রেনীর ছাত্রীকে অপহরণ করছে তাদের বিচার করা, কোনও অজুহাতে নিত্যঘটমান এসব অপরাধকে এড়িয়ে তিনযুগ আগের ঘটনার বিচার করতে চাওয়াকি আইনের যথার্ত নিরপেক্ষতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.