আমাদের কথা খুঁজে নিন

   

লেটেস্ট হরতাল

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

দেশে সবশেষ হরতাল হয় বাল-এর ডাকে ১৮ ডিসেম্বর ২০০৬ সালে। বিএনপি ঘোষিত ২৭শে জুনের হরতালের মাধ্যমে দেশের রাজনীতিতে এক হাজার তিনশত ৭০ দিন পর আবার হরতাল ফিরে এল। মহাজোট সরকার ক্ষমতায় আসার ৫১০ দিন পর বিরোধী দল বিএনপি ও তার শরীকরা সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এ হরতাল ডেকেছে। ১৯৯০ সালে বিএনপি সরকার গঠন করার পর তখনকার বিরোধী দল আওয়ামী লীগ ১৯৯০-এর ডিসেম্বর থেকে ১৯৯৬ এর মার্চ পর্যন্ত ৩৭৮টি হরতাল করে।

বিএএল (বাল) ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দল বিএনপি ৫৯ দিন হরতাল পালন করে। ২০০১ থেকে ২০০৬-এর ডিসেম্বর পর্যন্ত বিরোধী দল আওয়ামী লীগ করেছিল অর্ধদিবস ও পূর্ণদিসব মিলিয়ে মোট ১৭৩টি হরতাল। ২০০১ সালরে নির্বাচনের পরে মাত্র দেড় মাসের মাথায় বিএএল (বাল) ১১ দলরে ডাকে হরতালে র্পূণ সর্মথন দিয়েছিল। আর দেড় বছররে মধ্যে মনে হয় ১১ দিন হরতাল করছেলি। সে তুলনায় বিএনপি দেড় বছরে মাত্র একদিন হরতাল করছে।

এটা একটা ভাল দিক। এইটা পড়ুনঃ http://www.shaptahik.com/v2/?DetailsId=3848

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.