অবুঝের মত কিছু শব্দ আসে, কালবৈশাখী ঝড়ের মত হৃদয়ে ঢেউ তোলে, তারপর অদৃশ্য হয়ে যায়......আর আমি তাদের খুঁজতে থাকি, হৃদয়ের পরম মমতায়.....! খুঁজে পাইনা জন্য বেঁচে থাকা, পেলে হয়ত মরে যেতাম....!
ইউরোপে মধ্যযুগে পোপের অধীনে যাজকরা পরকালের পাসপোর্ট বিক্রি করত। তাদের এই ভন্ডামীর কারনেই মারটিন লুথার আন্দোলন শুরু করে, জন্ম নেয় প্রটেস্টান ধর্ম। পাঁচশ বছর পর আবার ইউরোপ থেকে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য হয়ে পাকিস্তান .... শেষে বাংলাদেশে ঠেকেছে। তবে পাঁচশ বছর আগেরটার সাথে বর্তমানের পার্থক্য হল, আগে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে ধনীরা পরকালের পাসপোর্ট কিনে নিত। আর এখন ধনী যাজক শ্রেণী বিনামূল্যে এসব দান করছে দরিদ্র শিশু ও তরুণ শ্রেণীর মাঝে। তবে তাদের শরত একটাই, পাসপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে পরকালের প্লেনে উঠতে হবে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।