আমাদের কথা খুঁজে নিন

   

আত্মহত্যা ও পরকালের ইস্টিং ডিস্টিং শাস্তি।

কুষ্টিয়ার তিলের খাজা চিবুতে চিবুতে হঠাত তিড়িং করে আমার মাথায় সাই করে একটি কথা আসিয়াছিলো একদা। কেননা কিছুদিন যাবত বহু মানুষের ফেবু স্টাটাস আমার উর্বর মস্তিস্ক কে ভাবিয়ে তুলেছে। ---------------------------------------------------- ---আত্মহত্যা ও পরকালের ইস্টিং ডিস্টিং শাস্তি। --- ---------------------------------------------------- বরাবর, দুর্বল পুলাপাইন। বিষয়ঃ আত্মহত্যা ও পরকালের ইস্টিং ডিস্টিং শাস্তি।

জনাব/ জনাবা, আমি অনেক ভেবেছি অনেক অনেক। যদি আত্মহত্যা মহা পাপ হয় তবে এর শাস্তি কি হতে পারে বা ভয়ংকরের মাত্রা কতটুকু। দোযগে গরম টকবক জ্বলে ফেলে দেয়া, নাকি সাপ বিচ্ছু ইত্যাদির গর্তে ফেলে রাখা অনন্ত কাল ধরে। শেষ মেস একটা উত্তর সাজালাম। যেই যেই কারন গুলার জন্য আত্মহত্যা করবো, কেবল এবং কেবল সেই কারন গুলাই যদি মৃত্যুর পর থেকে অনবরত ঘটতে থাকে।

তাহলে কি হবে। যখন নিজের প্রতি কোন কন্ট্রোল থাকবে নাহ, কোন পথ থাকবেনা। আবার যে আত্মহত্যা করে শান্তি খুজবো, তার উপায় নেই। তখন কোথায় যাবো। কারন এর চাইতে কষ্টকর শাস্তি আর হতে পারে না।

অনেকেই হয়তো ভাবে না, মাথা গরম করে জীবনটাকে ধুম করে বন্ধ করে দেয়। পৃথিবীর সবার মধ্যেই শয়তান বাস করে, একটু সুযোগ পেলেই তার কাজ শুরু করে দেয়। আত্মহত্যার ২টা মুল কারন আমার মাথায় গুতা দিচ্ছে ছেলেবেলা থেকেই। ১| প্রেমিক/প্রেমিকার ছ্যাকা কাব্য। ২| পারিবারিক অবহেলা।

বিজ্ঞজন সুন্দর করে লিখে গেছেনঃ আত্মহত্যার অস্ত্রাবলি – হুমায়ুন আজাদ রয়েছে ধারালো ছোরা স্লিপিং টেবলেট কালো রিভলবার মধ্যরাতে ছাদ ভোরবেলাকার রেলগাড়ি সারিসারি বৈদ্যুতিক তার। স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে ম’রে যেতে পারি বক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারি কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার ছুঁয়ে ফেলা যায় প্রাণবাণ বৈদ্যুতিক তার ছাদ থেকে লাফ দেয়া যায় ধরা যায় ভোরবেলাকার রেলগাড়ি অজস্র অস্ত্র আছে যে-কোনো একটি দিয়ে আত্মহত্যা ক’রে যেতে পারি এবং রয়েছো তুমি সবচেয়ে বিষাক্ত অস্ত্র প্রিয়তমা মৃত্যুর ভগিনী তোমাকে ছুঁলে দেখলে এমনকি তোমার নাম শুনলে আমার ভেতরে লক্ষ লক্ষ আমি আত্মহত্যা করি। সুতরাং এইসব কুচিন্তা বাদ দেয়াই শ্রেয়। আল্লাহ কেবল সেই কষ্টই আমাদের দেন যেটা সহ্য করার ক্ষমতা মানুষের আছে। যাইহোক বেচে আছি, বেচে থাকবো যতদিন স্বাভাবিক মরন না হয়, আমি কাপুরুষ নই তবে খুব ভয় পাই পরকালের জীবনের অসীমতার কথা ভেবে, কারন ঐ সময়ের শাস্তি শেষ হবার নয়।

আপনারা আমরা সবাই ভালো থাকবো, কষ্ট আসলে আল্লাহ দূর করবেই। ইনশাল্লাহ। ইতি বোকামানুষ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.