MY ROLES 1.I am always right. 2.In case i am wrong see role number 1.
বিজয় দিবসের কয়েক ঘণ্টা আগে কিছু একটা লিখতে স্ক্রিনের সামনে বসলাম।
সত্যি বলতে কি নিজেকে কোন স্বাধীন দেশের নাগরিক বলে মনে হচ্ছে না। যে স্বাধীনতার জন্য এত ত্যাগ,এত বিসর্জন তা আস্তে আস্তে করে হাতের মুঠো থেকে,জীবনের অস্তিত্ব থেকে তা হারিয়ে যাচ্ছে। শোষিত হওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে জেনেটিক্যালি স্বীকার করে নিয়েছি।
সেই ১৭৫৭ সাল থেকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে শোষিত হয়ে আসছি।
ব্যাপারটা এখন আর তেমন গায়ে লাগে না। যেহেতু আমরা দেশ হিসেবে বিভক্ত না, আমাদের অন্তরদলীয় কোন্দল বেশী। হিংস্র-বোধহীন প্রানির মত হয়ে গেছি, অন্য কেউ নেই বলে স্বজাতিকেই আক্রমণ করছি।
শতবর্ষে অনেকেই এই বাংলার মাটির জন্য প্রান দিয়ে গেছেন,তাদের ডাকে সাড়া দিয়ে আমরাও জীবনের মায়া ত্যাগ করে অকাতরে প্রান দিয়েছি। কিন্তু যুদ্ধ শেষে প্রতিবারই হাল ছেড়ে দিয়েছি।
আমাদের এই ভুলে আমরাই আজ রাস্তায় পুড়ে মরছি। বাঙ্গালির আরেকটা ব্যাপার তাদের এই পরিণতির কারণ,সহজেই খারাপ মানুষকে বিশ্বাস করি এবং যোগ্য মানুষরা নেতৃত্ব নিতে দ্বিধা করি।
যে দিন যোগ্য মানুষরাই নেতৃত্ব নিতে দ্বিধা করবে না সেই দিনই আমরা সত্তিকারের বিজয় উল্লাস করতে পারবো।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।