আমাদের কথা খুঁজে নিন

   

'ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক চায় রাশিয়া'

ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে এসে সে ইঙ্গিত দিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন।

এ সম্পর্কে ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষক হাসান বেহেশতিপুর বলেছেন, সাধারণত সরকারি কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সফরকে অতটা গুরুত্ব দিয়ে দেখা হয় না কিন্তু ল্যাভরভের এবারের সফরকে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, ইরানের ভবিষ্যত পরমাণু ইস্যু এবং ইরাক ও সিরিয়ার চলমান সংকটের ক্ষেত্রেও ল্যাভরভের এ সফর অনেক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, জেনেভা চুক্তির পর ইসরাইল ও আমেরিকার ভূমিকায় যখন চুক্তি বাস্তবায়ন নিয়ে এক ধরনের সংশয় দেখা দিয়েছে তখন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরকে দেখা হচ্ছ আলাদা দৃষ্টিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.