আমাদের কথা খুঁজে নিন

   

আবার মিমির ধারাবাহিক

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন আফসানা মিমি। তিনি আর অভিনয় করছেন না। নির্মাণ নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে নাটক নির্মাণ ছেড়ে মিমি নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে চলচ্চিত্রের কাজ বন্ধ আছে।

তাই আবার নাটক নির্মাণে ফিরছেন। নিজের পরিচালনায় নির্মাণ করছেন নতুন ধারাবাহিক। প্রাথমিকভাবে ধারাবাহিকটির নাম ঠিক করা হয়েছে 'সাতটি তারার কথা'। নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে এ নাটকের অভিনয়শিল্পীদের নামও চূড়ান্ত করেছেন তিনি।

নাটকটিতে অভিনয় করবেন সানজিদা প্রীতি, মৌসুমী নাগ, সাদিয়া ইসলাম প্রভা, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া, স্বর্ণা, নাফিসা প্রমুখ।

একটি সূত্র জানায়, এবারের ধারাবাহিকে নারীদের প্রাধান্য দেওয়া হবে। গল্পের বিষয়ও তাই।

এর আগে মিমি গজেন্দ্রকুমার মিত্রের জনপ্রিয় ত্রয়ী উপন্যাস 'কলকাতার কাছেই', 'উপকণ্ঠে' ও 'পৌষ ফাগুনের পালা' অবলম্বনে নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক 'পৌষ ফাগুনের পালা'। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছিলেন মনসুর রহমান চঞ্চল।

শেষ পর্যায়ে এসে মিমি চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তার সহকারী পরিচালক ধারাবাহিকটির পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল।

এদিকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে গেছে আফসানা মিমি পরিচালিত প্রথম চলচ্চিত্র 'রান'। গত বছরের অক্টোবরে তিনি এ ছবির শুটিং শুরু করেছিলেন। জানুয়ারি থেকে ছবির দ্বিতীয় লটের কাজ শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু হরতালসহ দেশের অস্থির পরিবেশের কারণে সেভাবে কাজ এগিয়ে নিতে পারছেন না। মিমি ভেবেছিলেন, এ বছরের মধ্যেই ছবির শুটিং শেষ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হচ্ছে না। দুই বাংলার জনপ্রিয় তারকারা অভিনয় করছেন 'রান' চলচ্চিত্রে। এদের মধ্যে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াংশু চ্যাটার্জি, সুভাশিষ ভৌমিক, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি ও রাহুল আনন্দ।

এরই মধ্যে কলকাতার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অক্টোবরের শেষে বাংলাদেশে এসে টানা পাঁচ দিন ছবির শুটিং করে গেছেন। ফেব্রুয়ারিতে তার আবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শুটিংয়ের তারিখ পেছানো হয়েছে। এদিকে 'রান' ছবিতে সুবর্ণা মুস্তফারও অভিনয়ের কথা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আসছে মে মাসে শুটিং হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.