আমরা এমন একটা পরিবেশ চাই, যেখানে শিশুরা তাদের পছন্দ-অপছন্দের ধাপগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে বড় হবে।
===ফয়সল সাইফ===
স্বপ্নগুলো আর হয়না সত্যি যে
আর কখনো আমার হবে নাতো সে
আমার যখন শুরু হয় তার হয় শেষ
দুরত্ব এমন আমি তার পাই শুধু কিছু রেশ
আমি যখন জেগে উঠি সে দেখি জেগে
আড়মোড়া ভেঙ্গেই দেখি সে ছুটছে তীব্র বেগে
তাকিয়ে সোজা দেখি আমি সে সামনে আছে
শুরু করতেই দেখি সে লক্ষ্যের অতি কাছে
সে যেন দূরের পাখি দূরে দূরে ঊড়ে
তার যখন সন্ধা হয় আমি থাকি ভোরে
সূর্যোদয়ে আমি যখন স্বপ্নীল চোখে তাকাই
সূর্যাস্তের অন্ধকারে সে তখন নাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।